Stampede in Maha Kumbh: মৌনী অমাবস্যায় শাহি স্নানে হুড়োহুড়ি, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে জখম বহু, মৃত্যুরও আশঙ্কা
Stampede in Maha Kumbh: মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উপযুক্ত ব্যবস্থা নিতে আবেদন করেছেন তিনি।
Stampede in Maha Kumbh: আহতদের অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।
Stampede breaks out at Maha Kumbh on Mauni Amavasya: মহাকুম্ভে বুধবার ভোররাতে 'শাহি স্নান' ঘিরে প্রবল হুড়োহুড়ি পড়ে যায়। মাত্রাতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন পুণ্যার্থী জখম হয়েছেন, এমনকী কয়েকজনের মৃত্যুরও আশঙ্কা করা হচ্ছে। বুধবার ভোরে মৌনী অমাবস্যায় পবিত্র স্নানের জন্য প্রচুর পুণ্যার্থী একসঙ্গে জড়ো হয়েছিলেন। তখনই এই বিপত্তি ঘটে। আহত পুণ্যার্থীদের উদ্ধার করে মেলা এলাকায় তৈরি কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদসংস্থা পিটিআই মেলার বিশেষ দায়িত্বে থাকা অফিসার আকাঙ্খা রানাকে উদ্ধৃত করে বলেছে, “ব্যারিকেড ভেঙে এগোতে গেলে কিছু পুন্যার্থী লোক আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েকজন। আমরা এখনও আহতদের সঠিক গণনা করতে পারিনি।”
Advertisment
উল্লেখ্য, মৌনী অমাবস্যায় অমৃত স্নান বা 'পবিত্র স্নান' মহা কুম্ভের সবচেয়ে উল্লেখযোগ্য আচার হিসাবে বিবেচিত হয়। প্রায় ১০ কোটি পুণ্যার্থী এবারের কুম্ভ মেলায় এই স্নানে অংশ নিয়েছেন। 'ত্রিবেণী যোগ' নামে একটি বিরল স্বর্গীয় সারিবদ্ধতা, যা ১৪৪ বছরের পরে ঘটছে। এই বছরের এই তারিখের আধ্যাত্মিক তাত্পর্যও রয়েছে।
এই উপলক্ষে প্রচুর পুণ্যার্থী একসঙ্গে জড়ো হয়েছেন প্রয়াগরাজে। মেলা কর্তৃপক্ষ মঙ্গলবার পুন্যার্থীদের নিরাপত্তা এবং সুবিধার জন্য ভিড়-ব্যবস্থাপনার নির্দেশিকা অনুসরণের জন্য একটি পরামর্শ জারি করেছিল। নির্দেশিকা অনুসারে, তীর্থযাত্রীদের সঙ্গম ঘাটে নির্দিষ্ট লেন ব্যবহার করা এবং স্নানের জায়গার কাছে যাওয়ার সময় একটি লাইন বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। তাদের পবিত্র ডুবের পরে ঘাটে ঘোরাফেরা এড়াতে বলা হয়েছিল। নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে অবিলম্বে পার্কিং এলাকায় বা তাদের গন্তব্যে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল।
অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য, দর্শনার্থীদের ধৈর্য ধরে থাকার এবং ব্যারিকেড এবং পন্টুন সেতুতে ভিড় এড়াতে পরামর্শ দেওয়া হয়েছিল। "সঙ্গমের সমস্ত ঘাটই সমানভাবে পবিত্র," যাঁরা প্রথমে যে ঘাটের কাছে পৌঁছোবেন সেখানেই তাঁদের ডুব দিতে উৎসাহ দিয়েছিল প্রশাসন। মহা কুম্ভের জন্য সঙ্গম এবং অন্যান্য ঘাটগুলিতে ১২ কিলোমিটার দীর্ঘ ভিড়ের একটি সমুদ্র তৈরি হয় বুধবার ভোরে। তারই জেরে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটে।
এদিকে মহা কুম্ভে পদপিষ্ট হওয়ার কথা জানার পরেই পরিস্থিতি নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথকে মহা কুম্ভে ঘটনাস্থলে যেতে এবং অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।