‘মি টু’ মুভমেন্টে এবার যৌন হেনস্থার অভিযোগে বিদ্ধ সেলিব্রিটি কনসালটেন্ট সুহেল শেঠ। সুহেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছেন চারজন মহিলা। যাঁদের মধ্যে একজনকে যখন সুহেল যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ, সেসময় তিনি নাবালিকা ছিলেন। সুহেলের বিরুদ্ধে যে চারজন মহিলা যৌন হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছেন, তাঁদের মধ্যে একজন পরিচালক নাতাশা রাঠৌর।
সুহেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে ওই পরিচালক জানিয়েছেন, "একটা পার্টিতে ওঁর সঙ্গে আলাপ হয়। আমার বসই ওঁর সঙ্গে আলাপ করতে বলেন।" এ প্রসঙ্গে তিনি আরও জানান যে, নাতাশাকে আইসক্রিম খাওয়াবেন বলে তাঁর সঙ্গে দিল্লির জনপথ এলাকায় যাওয়ার প্রস্তাব দেন সুহেল। দু’বার সেই প্রস্তাব ফিরিয়ে দেন নাতাশা। শেষমেশ অনেক জোরাজুরিতে সুহেলের গাড়িতে ওঠেন নাতাশা। তবে জনপথ নয়, গাড়ি যায় সুহেলের বাড়ির দিকে। সুহেলকে পাঠানো একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশটও পোস্ট করেছেন নাতাশা।
সুহেলের সঙ্গে খারাপ অভিজ্ঞতার কথা সামনে এনেছেন সাংবাদিক মন্দাকিনি গেহলতও। টুইটারে ওই সাংবাদিক জানিয়েছেন যে একবার তাঁকে চুম্বন করেন সুহেল। যে আচরণে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মন্দাকিনি। সুহেলকে সেসময় ওই সাংবাদিক বলেন, "সুহেল, আপনি এটা করতে পারেন না।" কিন্তু তিনি তখন কেন কোনও অভিযোগ জানান নি বা এ নিয়ে কেন মুখ খোলেন নি, সে প্রসঙ্গে মন্দাকিনি জানিয়েছেন, "আমি তখন খুব অল্পবয়সী ছিলাম। আর সুহেল অত্যন্ত প্রভাবশালী ছিলেন।"
আরও পড়ুন: নাম না করে ধর্ষণের অভিযোগ ‘সংস্কারি’ অভিনেতার বিরুদ্ধে, ক্ষোভ টুইটারে
উল্লেখ্য, সুহেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রথম সামনে আনেন মুম্বইয়ের এক ২৬ বছর বয়সী তরুণী। ওই তরুণীর বয়স যখন ১৭ বছর ছিল, সেসময় সুহেল তাঁকে আপত্তিজনক মেসেজ পাঠিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। মুম্বই নিবাসী ৩১ বছর বয়সী আরেক মহিলা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন যে, গত বছর একটি নামী রেস্তোরাঁ এবং বারে সুহেলের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে সুহেল তাঁকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ তুলেছেন ওই মহিলা।
অন্যদিকে, তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফ থেকে কথা বলতে গেলে, সুহেল জানান যে, ১০ মিনিটের মধ্যে টুইটারে তিনি এ নিয়ে বিবৃতি দিচ্ছেন। কিন্তু এ প্রতিবেদন লেখার সময় অবধিও সুহেল এ নিয়ে কোনও টুইট করেননি।