Advertisment

বাজি পোড়ানোয় আংশিক নিষেধাজ্ঞা, ২ ঘণ্টার অনুমতি সুপ্রিম কোর্টের

বাজিতে নিষেধাজ্ঞা নেই জানালো সুপ্রিম কোর্ট। রাত আটটা থেকে দশটা অবধি বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

২০১৭ সালে, দীপাবলি চলাকালীন এনসিআর-দিল্লীতে বাজি বিক্রি নিষিদ্ধ করে সুপ্রিম কোর্ট।

বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা নেই জানালো সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে রাত আটটা থেকে দশটা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। সব ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ থাকবে। বড়দিন এবং বর্ষবরণের রাতে ১১টা ৪৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত বাজি পোড়ানো যাবে বলেও জানিয়েছে আদালত। এছাড়া লাইসেন্স প্রাপ্ত বিক্রেতারাই কেবলমাত্র বাজি বিক্রি করতে পারবেন বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি, অনলাইনে বাজি বিক্রিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

Advertisment

দুই সদস্যের বেঞ্চে বলা হয়েছে, "সবুজ আতোসবাজি" পোড়ানো যাবে - যার কম নিক্ষেপ এবং শব্দও নির্ধারিত সীমার মধ্যে। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, আদেশ মানতে ব্যর্থ হলে ই-কমার্স কোম্পানি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবে।

আরও পড়ুন : এ বছর কি বাজির ওপর লাগাম টানতে পারে সুপ্রিম কোর্ট ?

প্রসঙ্গত, দুর্ঘটনা এড়াতে ও বায়ু দূষণকে নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী আতসবাজি বিক্রিতে নিষেধাজ্ঞা জারির আবেদন করে চলতি বছরের ২8 অগস্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র ও কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। অন্যদিকে, বাজি প্রস্তুতকারকরাও জানিয়েছিলেন, তাদের রুটিরুজির বিষয়টি বিবেচনা করার। এরপর এ এই মামলা মুলতুবি রেখেছিল শীর্ষ আদালত। এদিন, সেই মামলারই রায় ঘোষণা হল।

Read full story in English

supreme court
Advertisment