Advertisment

ধোঁয়াশাহীন দিল্লি-এনসিআর নিশ্চিত করতে কেন্দ্রকে সুপ্রিম নির্দেশ

দিল্লি-এনসিআর এলাকায় যাতে কোনও ধোঁয়াশা না থাকে, সে ব্য়াপারে নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
delhi pollution, দিল্লি দূষণ

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

দূষণ নিয়ে জেরবার দিল্লি। প্রতিবছরই ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ে রাজধানী। দিল্লি-এনসিআরে ধোঁয়াশা দূর করতে এবার আলোকপাত করল সুপ্রিম কোর্ট। দিল্লি-এনসিআর এলাকায় যাতে কোনও ধোঁয়াশা না থাকে, সে ব্য়াপারে নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।

Advertisment

প্রধান বিচারপতি এস এ বোবদে ও বিচারপতি এ এস বোপান্না ও ভি রামাসুব্রহ্মমণ্য়নের বেঞ্চ জানিয়েছে, বায়ু দূষণ সংক্রান্ত আবেদনের শুনানি দিওয়ালির ছুটির পর করা হবে।

উল্লেখ্য়, বৃহস্পতিবার এনসিআর ও সংলগ্ন এলাকায় বায়ুদূষণ রুখতে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্য়ানেজমেন্টের চেয়ারম্য়ান পদে দিল্লির প্রাক্তন মুখ্য়সচিব এম এম কুট্টিকে নিয়োগ করেছে কেন্দ্র সরকার।

আরও পড়ুন: দেশে ৮৪ লক্ষ পেরোল মোট আক্রান্তের সংখ্যা, দিল্লির পরিস্থিতি গুরুতর

Advertisment

কেন্দ্রের হয়ে সওয়ালকালী সলিসিটর জেনারেল তুষার মেহতা বিচারপতিদের বেঞ্চকে জানান, আজ থেকেই এই কমিশন কাজ শুরু করবে।

এর আগে, গত ২৯ অক্টোবর কেন্দ্রের তরফে শীর্ষ আদালতে জানানো হয় যে, দূষণ রুখতে শীঘ্রই আইন আনা হবে। উল্লেখ্য়, প্রতিবছরই শীতের সময় দূষণে জেরবার হয় দিল্লি। এবার আবার করোনার প্রকোপ রয়েছে। তার জেরেই এ বছর বাড়তি সতর্ক প্রশাসন।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment