সর্বোচ্চ আদালতেও করোনা থাবা, আক্রান্ত ১

বর্তমানে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে খুব জরুরি মামলারই শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে। জানা গিয়েছে, কাজের প্রয়োজনে চলতি মাসের ১৬ তারিখ কোর্টে এসেছিলেন ওই কর্মী।

বর্তমানে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে খুব জরুরি মামলারই শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে। জানা গিয়েছে, কাজের প্রয়োজনে চলতি মাসের ১৬ তারিখ কোর্টে এসেছিলেন ওই কর্মী।

author-image
IE Bangla Web Desk
New Update
sc, সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টে করোনার হানা। শীর্ষ আদালতের কর্মীর শরীরে ধরা পড়ল করোনার জীবাণু। আক্রান্তের চিকিৎসা শুরু হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর পরই আদালতের দুই রেজিস্ট্রারকে সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে।

Advertisment

বর্তমানে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে খুব জরুরি মামলারই শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে। জানা গিয়েছে, কাজের প্রয়োজনে চলতি মাসের ১৬ তারিখ কোর্টে এসেছিলেন ওই কর্মী। সেই দিন থার্মাল স্ক্রিনিং করেই তাঁকে কোর্টের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। তবে ওই কর্মীর শরীরে অস্বাভাবিকতার কোনও লক্ষণ ধরা পড়েনি বলেই দাবি থার্মাল স্ক্রিংয়ের দায়িত্বে থাকা ব্যক্তির।

আরও পড়ুন- Live: দেশে করোনায় মৃত ৯৩৪, আক্রান্ত ২৯ হাজার ৪৩৫ জন

সূত্রের খবর, গত তিন-চার দিন ধরেই প্রচণ্ড জ্বরে ভুগছিলেন ওই আদালত কর্মী। তারপরই তাঁর করোনা পরীক্ষা হয়। সোমবার রিপোর্ট পজেটিভ মেলে। গত ১৬ এপ্রিল ওই কর্মীর হাত থেকে জরুরি ফাইল নিয়েছিলেন দুই রেজিস্ট্রার। ফলে সংস্পর্শ যোগের কারণে তাঁদেরও সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়। সেদিন করোনা আক্রান্তের সংস্পর্শে আর কারা এসেছিলেন তার খোঁজ শুরু হয়েছে।

Advertisment

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৫৪৩ জন, মৃত্যু হয়েছে ৬২ জনের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে ভারতে মোটা কোভিড-১৯ পজেটিভের সংখ্যা ২৯,৪৩৫। সুস্থ হয়ে গিয়েছেন ৬,৮৬৮ জন। এই সংখ্যাই আশার আলো দেখাচ্ছে বলে মত স্বাস্থ্যমন্ত্রকের। দেশে করোনার বলি ৯৩৪।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

supreme court coronavirus