/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/supreme-court-7591.jpg)
ফাইল ছবি
সাময়িকভাবে নিষেধাজ্ঞা উঠল স্যারিডনের ওপর থেকে। সোমবার স্যারিডন ও অন্য দু'টি ওষুধের বিক্রির উপর আপাতত নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ১৯৮৮-র আগে বানানো 'ফিক্সড ডোজ কম্বিনেশনে'র কয়েকটি ওষুধের উৎপাদন, বিক্রি ও ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। তালিকায় ছিল স্যারিডন-সহ ৩২৮ টি ওষুধ। এই ওষুধগুলির উপর নিষেধাজ্ঞা তোলার দাবি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওষুধ প্রস্তুতকারকরা। তাঁদের দাবি অনুযায়ী বলা হয়েছিল, সরকারি নির্দেশে শুধুমাত্র বলা হয়েছে এই কম্বিনেশনগুলির কোনও চিকিৎসা-মূল্য নেই। আর কোনও কারণ উল্লেখ করা হয়নি। এর পরই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এ বিষয়ে কেন্দ্রের মতামতও জানতে চেয়েছে শীর্ষ আদালত।বিচারপতি আর এফ নারিমান এবং ইন্দু মালহোত্রার একটি বেঞ্চ শুনানির রায় দেয়।
আরও পড়ুন: ৩২৮টি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
গত বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানায়, গবেষণায় দেখা গিয়েছে, নিষিদ্ধ ঘোষণা করা এই ওষুধগুলির মধ্যে কোনও ভেষজ কার্যকারিতা নেই। বরং মানুষের শরীরে ক্ষতির ঝুঁকি বাড়াচ্ছিল এগুলি। ২০১৬-র মার্চেই এই ধরনের ওষুধগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্র। কারণ একাধিক ওষুধের সংমিশ্রনে (fixed-dose combinations বা FDCs) বা বলা যেতে পারে দুই বা ততোধিক যোগের মিশ্রণে বানানো হত এই ওষুধগুলি, ফলস্বরূপ দীর্ঘমেয়াদী ক্ষতির মুখোমুখি হতেন রোগীরা।
তবে সে সময় আপত্তি জানিয়ে আদালতে মামলা করে একাধিক ফার্মা সংস্থা৷ এরপর শীর্ষ আদালত ২০১৭ সালে বিষয়টি খতিয়ে দেখে কেন্দ্রের কাছে রিপোর্ট জমা করার নির্দেশ দেয়৷ সেই রিপোর্টেও শতাধিক ওষুধ বাতিলের সুপারিশ করে বোর্ড জানায়, ৩২৮টি ওষুধে যে যৌগ ব্যবহার করা হয়েছে তা মানবশরীরের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক৷ অবশেষে বৃহস্পতিবার থেকে এই ৩২৮টি ফিক্সড ডোজ কম্বিনেশন (FDCs) ওষুধ বিক্রি এবং বন্টনের ওপর নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য মন্ত্রক।