Advertisment

Ramdev: পতঞ্জলির 'বিভ্রান্তিকর বিজ্ঞাপন': রামদেবকে এক সপ্তাহের মধ্যে ক্ষমা চাইতে নির্দেশ সুপ্রিম কোর্টের

Patanjali-IMA: ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন রামদেবের সংস্থা পতঞ্জলির বিরুদ্ধে মামলা করে। IMA-এর অভিযোগ ছিল, অ্যালোপেথির বেশ কিছু চিকিৎসা ও চিকিৎসকদের পতঞ্জলির বিজ্ঞাপনে অসম্মান করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court patanjali ramdev balkrishna ima public apology

Ramdev: পতঞ্জলির প্রতিষ্ঠাতা রামদেব (ফাইল ছবি)

Supreme Court-Ramdev: সুপ্রিম কোর্ট (Supreme Court) মঙ্গলবার যোগগুরু রামদেব (Ramdev) এবং পতঞ্জলি (Patanjali) আয়ুর্বেদের ব্যবস্থাপনা পরিচালক আচার্য বালকৃষ্ণকে (Balakrishna) 'বিভ্রান্তিকর বিজ্ঞাপন' প্রচার সম্পর্কিত মামলায় জনসাধারণের কাছে ক্ষমাপ্রার্থনা করার জন্য এক সপ্তাহের সময় দিয়েছে। এর আগে রামদেব পতঞ্জলি সংস্থার ওষুধের ব্যবহারে বেশ কিছু রোগের নিরাময়ের দাবি করেছিলেন। এমনকী অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থার সমালোচনা পর্যন্ত করেছিলেন তিনি।

Advertisment

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং আহসানউদ্দিন আমানুল্লাহর বেঞ্চ বলেছেন, "আপনি ভালো কাজ করছেন। কিন্তু আপনি অ্যালোপ্যাথিকে হেয় করতে পারেন না।" বেঞ্চ শুনানির সময় আদালতে উপস্থিত রামদেব এবং বালকৃষ্ণের তরফে দেওয়া নিঃশর্ত ক্ষমাপ্রার্থনার নোটটিও গ্রহণ করেছে। রামদেবের উদ্দেশ্যে এদিন আদালত বলেছে, "আপনি কেন আপনার চিকিৎসা পদ্ধতিকে বেছে নিতে অন্য পদ্ধতি বন্ধ করতে বলছেন?" উত্তরে রামদেব বলেছেন, "আমরা কিছু বন্ধ করতে চাইনি…পতঞ্জলি গবেষণা-ভিত্তিক প্রমাণের ভিত্তিতে আয়ুর্বেদকে সামনে আনতে চেয়েছিল।"

আরও পড়ুন- Heat Stroke: চলতি মরশুমে রাজ্যে প্রথম গরমের বলি! হাঁসফাঁস করতে করতে অটোতেই প্রাণ খোয়ালেন বৃদ্ধা!

বিচারপতির বেঞ্চ আরও বলেছেন, "কেউ আপনাকে অন্য পদ্ধতিগুলিকে গুলি করার অধিকার দেয়নি।" আদালতে রামদেব বলেন, "আমাদের এমন মন্তব্য করা উচিত হয়নি।" শীর্ষ আদালতে ফের আগামী ২৩ এপ্রিল ফের এই মামলার শুনানি হবে। ওই দিন রামদেব এবং বালকৃষ্ণ উভয়কেই আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন- Mamata Banerjee In Campaign: পারলেও জিভ টেনে নেননি! কাদের? হুঁশিয়ারির সুরে কারণ বাতলালেন মমতা

যোগগুরু রামদেব ও বালাকৃষ্ণ জানিয়েছেন আদালত গত সপ্তাহে তাঁদের ক্ষমা গ্রহণ করতে না চাইলেও তাঁরা জনসাধারণের কাছে ক্ষমা চাওয়ার জন্য তৈরি ছিলেন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) যে মামলায় তাঁদের বিরুদ্ধে মামলা করেছিল সেই মামলায় আদালত অবমাননার নোটিশের জবাবে তাঁরা নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন। রামদেবের সংস্থার বিরুদ্ধে IMA মামলা করে। IMA-এর অভিযোগ ছিল, অ্যালোপেথির বেশ কিছু চিকিৎসা ও চিকিৎসকদের পতঞ্জলির বিজ্ঞাপনে অসম্মান করা হয়েছে।

Patanjali supreme court
Advertisment