Advertisment

পেগাসাসে অস্বস্তি বাড়ল মোদী সরকারের, বিশেষজ্ঞ কমিটি গড়ার ইঙ্গিত সুপ্রিম কোর্টের

ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে দেশের শীর্ষস্তরের রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক, প্রশাসনিক কর্তার ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে।

author-image
IE Bangla Web Desk
New Update
Proof of Pegasus use on phones, Cyber experts tell Supreme Court panel

সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির সামনে চাঞ্চল্যকর জবানবন্দি দুই সাইবার নিরাপত্তা বিষয়ক গবেষকের।

পেগাসাসে কড়া সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকার নয়, পেগাসাস-কাণ্ডের তদন্তে সুপ্রিম কোর্টই বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গড়ে দিতে পারে। বৃহস্পতিবার এমনই ইঙ্গিত দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা। এদিন পেগাসাস ইস্যুতে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জানিয়েছেন, পেগাসাস সফটওয়ার ব্যবহার করে নাগরিকদের ফোনে আড়ি পাতা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট করেনি কেন্দ্রীয় সরকার। সেই কারণেই আদালতের নজরদারিতে পৃথক একটি কমিটি গড়ার আবেদন জানানো হয়েছিল। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই এব্যাপারে স্পষ্ট একটি নির্দেশ জারি করতে পারে সর্বোচ্চ আদালত।

Advertisment

পেগাসাস-কাণ্ডে মোদী সরকারের অস্বস্তি আরও বাড়ল। ইজরায়েলি সফটওয়্যার ব্যবহার করে দেশের একাধিক শীর্ষস্তরের রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক, প্রশাসনিক, সামরিক কর্তার ফোনে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ ওঠে। সংসদে বিষয়টি নিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন বিরোধীরা। মোদী সরকারকে কাঠগড়ায় তুলে সোচ্চার হয় কংগ্রেস, তৃণমূল থেকে শুরু করে বিজেপি-বিরোধী একাধিক দল। ইজরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে নাগরিকদের উপর নজরদারি চালানো হয়েছে কি না, তা এখনও স্পষ্ট করেনি কেন্দ্রীয় সরকার। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের আবেদন জানানো হয়।

শীর্ষ আদালতও এব্যাপারে এতদিন পর্যন্ত স্পষ্ট কোনও নির্দেশ দেয়নি। তবে এবার আবেদনের গুরুত্ব বুঝে নড়েচড়ে বসেছে সুপ্রিম কোর্টও। প্রধান বিচারপতি পেগাসাস-তদন্তে বিশেষজ্ঞ কমিটি গড়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি আরও বলেছেন, ''ব্যক্তিগত কারণ দেখিয়ে কয়েকজন বিশেষজ্ঞ কমিটিতে থাকতে চান না বল জানিয়েছেন। সেই কারণেই কমিটি গঠনে দেরি হচ্ছে।'' তবে আগামী সপ্তাহে কমিটি গঠনের ব্যাপারে স্পষ্ট করে জানাতে পারে শীর্ষ আদালত।

আরও পড়ুন- আমেরিকায় পৌঁছলেন মোদী, তিনদিনের সফরে ঠাসা কর্মসূচি

পেগাসাস নিয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্যে এখনও সন্তুষ্ট হতে পারেনি সুপ্রিম কোর্ট। পেগাসাস বিতর্ক মাথাচাড়া দেওয়ায় কেন্দ্রও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাব দেয়। তবে এব্যাপারে এখনও পর্যন্ত কেন্দ্রের স্পষ্ট কোনও পদক্ষেপ চোখে না পড়াতেই তৎপরতা শীর্ষ আদালতের। এর আগে গত ১৩ সেপ্টেম্বর পেগাসাস-মামলার রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্ট। এদিন মামলার শুনানিতে প্রধান বিচারপতি জানিয়েছেন, ইজরায়েলি সফটওয়্যার ব্যবহার করে কারও ফোনে আড়ি পাতা হয়েছে কিনা কেন্দ্র এখনও তা স্পষ্ট করেনি। সেই কারণেই বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হতে পারে। আগামী সপ্তাহেই এবিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারে শীর্ষ আদালত।

Read full story in English

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন

Expert Committee Pegasus Spyware supreme court Modi Government
Advertisment