Advertisment

সুশান্ত মৃত্য়ু মামলায় নয়া মোড়, সুপ্রিম কোর্টে গেলেন বান্ধবী রিয়া

সুশান্তের বাবার এফআইআর দায়েরের পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী।

author-image
IE Bangla Web Desk
New Update
Rhea Chakraborty

ছবি: ইনস্টাগ্রাম

সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর ঘটনায় চাঞ্চল্য়কর মোড়। সুশান্তের বাবার এফআইআর দায়েরের পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। পটনা থানা থেকে মুম্বইয়ে মামলা স্থানান্তরিত করার আর্জি জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী রিয়া।

Advertisment

উল্লেখ্য়, রিয়া ও আরও ৫ জনের বিরুদ্ধে বিহারের রাজেন্দ্র নগর থানায় এফআইআর দায়ের করেছেন সুশান্তের বাবা। রিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে সুশান্তের বাবা কে কে সিং এফআইআরে উল্লেখ করেছেন, ''২০১৯ সালের মে মাস পর্যন্ত আমার ছেলের কেরিয়ার মধ্য়গগনে ছিল। এ সময় রিয়া ও তাঁর পরিজনরা আমার ছেলের সঙ্গে মেলামেশা শুরু করেন। উদ্দেশ্য়প্রণোদিতভাবে ষড়যন্ত্র করা হয় যাতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রিয়া নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এজন্য় সুশান্তের সম্পত্তিতে হাত বাড়ান তাঁরা...পরে সুশান্তকে একটা বাড়িতে ভাড়া নিতে বলা হয়, যেটা ভূতুড়ে, যার প্রভাব পড়েছে আমার ছেলের উপর''।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ইউরোপ ভ্রমণের সময় সুশান্তের ক্রেডিট কার্ড রিয়া ব্য়বহার করেছিলেন বলে অভিযোগ করেছে অভিনেতার পরিবার।

আরও পড়ুন: সুশান্তকে ভূতুড়ে বাড়ি ভাড়া নিতে হয়েছিল, অভিযোগ বাবার

প্রসঙ্গত, গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্য়াটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বলিউডের বর্তমান প্রজন্মের অন্য়তম উজ্জ্বল মুখ সুশান্ত সিং রাজপুতের। সুশান্তের মৃত্য়ুর ঘটনায় তোলপাড় পড়ে যায় বলিউডে। সুশান্ত অবসাদে আত্মহত্য়া করেছেন বলে প্রাথমিক তদন্তে জানায় পুলিশ। কিন্তু কেন তিনি আত্মহত্য়া করলেন? নাকি তাঁর মৃত্য়ুর নেপথ্য়ে অন্য় কোনও রহস্য় লুকিয়ে রয়েছে, তার কিনারা এখনও হয়নি।

এরইমধ্য়ে সুশান্তের মৃত্য়ুর ঘটনায় বি-টাউনে নেপোটিজম বিতর্ক জোরালো হয়েছে। সুশান্তের মৃত্য়ুর ঘটনায় বলউডের তাবড় তাবড় প্রযোজক-পরিচালক সঞ্জয় লীলা বনশালী, আদিত্য় চোপড়া, মহেশ ভাটকে ইতিমধ্য়েই জিজ্ঞাসাবাদ চালিয়েছে মুম্বই পুলিশ। রিয়া চক্রবর্তীকেও এর আগে জিজ্ঞাসাবাদ চালায় মুম্বই পুলিশ। সুশান্তের মৃত্য়ুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিও উঠেছে বিভিন্ন মহলে। এমনকি, সিবিআই তদন্তের জন্য় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধও করেছেন রিয়া।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sushant Singh Rajput
Advertisment