সুশান্তকাণ্ডে বিহারের আইপিএসকে কোয়ারেন্টিন থেকে ছাড়তে নারাজ বিএমসি

বিএমসি-র তরফে বিহার পুলিশকে জানানো হয়েছে, বিনয় তিওয়ারির কোয়ারেন্টিনেই থাকা দরকার।

বিএমসি-র তরফে বিহার পুলিশকে জানানো হয়েছে, বিনয় তিওয়ারির কোয়ারেন্টিনেই থাকা দরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
Sushant Singh Rajput

সুশান্ত সিং রাজপুত

সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর তদন্তে মুম্বইয়ে গিয়ে 'জোর করে' কোয়ারেন্টিনে রাখা হয়েছে বিহারের আইপিএস অফিসার বিনয় তিওয়ারিকে, এমন অভিযোগই করেছে বিহার পুলিশ। ওই আইপিএস অফিসারকে কোয়ারেন্টিন থেকে মুক্ত করার ব্য়াপারে বিহার পুলিশের আর্জি নাকচ করে দিল বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)।

Advertisment

বিএমসি-র তরফে বিহার পুলিশকে জানানো হয়েছে, বিনয় তিওয়ারির কোয়ারেন্টিনেই থাকা দরকার। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলতে তিনি ডিজিটাল প্ল্য়াটফর্ম ব্য়বহার করতে পারেন। বিহার পুলিশকে লেখা চিঠিতে বিএমসি জানিয়েছে, ''বিহারে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, ডিজিটাল প্ল্য়াটফর্মেই মহারাষ্ট্র সরকারের আধিকারিকদের সঙ্গে আলাপ আলোচনা চালাতে পারেন ওই অফিসার। এরফলে ওই আধিকারিকের থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা এড়ানো যাবে''।

আরও পড়ুন: সুশান্তকাণ্ডে সিবিআই তদন্ত, আর্জি মানল কেন্দ্র

উল্লেখ্য়, সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ে এসে অভিনেতার মৃত্য়ুর তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে বিহার পুলিশের দল। এর আগে, বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে টুইট করে জানান, বিহারের আইপিএস অফিসার বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টিন থেকে ছাড়তে অস্বীকার করেছে বিএমসি।

Advertisment

গত রবিবার, ডিজিপি পাণ্ডে জানান, রাত ১১টা নাগাদ আইপিএস অফিসার বিনয় তিওয়ারিকে 'বলপূর্বক' কোয়ারেন্টিনে রেখেছেন বিএমসি আধিকারিকরা। শহরে আসার কয়েক ঘণ্টার মধ্য়েই তাঁকেই কোয়ারেন্টিনে রাখা হয় বলে দাবি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন 

national news