/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/rhea-sushant-759.jpg)
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
সুশান্ত সিং রাজপুতের বান্ধবী বনাম পরিবারের আইনি লড়াই নয়া মোড় নিল। মুম্বইয়ে মামলা স্থানান্তর করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে রিয়া চক্রবর্তী দ্বারস্থ হতেই এবার শীর্ষ আদালতে ক্য়াভিয়েট দাখিল করলেন সুশান্তের বাবা কে কে সিং। পটনা পুলিশের তদন্তে স্থগিতাদেশ চেয়ে মুম্বইয়ে মামলা স্থানান্তরিত করার আর্জি জানিয়েছেন রিয়া।
এদিকে, সুশান্তের মৃত্য়ুর তদন্তভার মুম্বই পুলিশের হাত থেকে সরিয়ে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়ে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, তা খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত।
উল্লেখ্য়, রিয়া ও আরও ৫ জনের বিরুদ্ধে বিহারের রাজেন্দ্র নগর থানায় এফআইআর দায়ের করেছেন সুশান্তের বাবা। রিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে সুশান্তের বাবা কে কে সিং এফআইআরে উল্লেখ করেছেন, ”২০১৯ সালের মে মাস পর্যন্ত আমার ছেলের কেরিয়ার মধ্য়গগনে ছিল। এ সময় রিয়া ও তাঁর পরিজনরা আমার ছেলের সঙ্গে মেলামেশা শুরু করেন। উদ্দেশ্য়প্রণোদিতভাবে ষড়যন্ত্র করা হয় যাতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রিয়া নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এজন্য় সুশান্তের সম্পত্তিতে হাত বাড়ান তাঁরা…পরে সুশান্তকে একটা বাড়িতে ভাড়া নিতে বলা হয়, যেটা ভূতুড়ে, যার প্রভাব পড়েছে আমার ছেলের উপর”।
আরও পড়ুন: সুশান্তকে ভূতুড়ে বাড়ি ভাড়া নিতে হয়েছিল, অভিযোগ বাবার
বুধবার মুম্বই পুলিশের সঙ্গে দেখা করে বিহার পুলিশের ৪ সদস্য়ের একটি দল। এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে পুলিশের এক শীর্ষ কর্তা জানান, ''যেহেতু তদন্তে নতুন দিকে মোড় নিয়েছে, তাই মুম্বই পুলিশের থেকে তথ্য় সংগ্রহ করেছে আমাদের দল''।
প্রসঙ্গত, গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্য়াটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বলিউডের বর্তমান প্রজন্মের অন্য়তম উজ্জ্বল মুখ সুশান্ত সিং রাজপুতের। সুশান্তের মৃত্য়ুর ঘটনায় তোলপাড় পড়ে যায় বলিউডে। সুশান্ত অবসাদে আত্মহত্য়া করেছেন বলে প্রাথমিক তদন্তে জানায় পুলিশ।
Read the full story in English