Advertisment

আইবি অফিসার খুনে গ্রেফতার আপ কাউন্সিলর তাহির হুসেন

উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা চালাকালীন আইবি আধিকারিক অঙ্কিত শর্মাকে হত্যা করার অভিযোগ ওঠে তাহিরের বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
tahir hussain , তাহির হুসেন, আপ কাউন্সিলর, গ্রেফতার তাহির হুসেন, গ্রেফতার আপ কাউন্সিলর তাহির হুসেন, aap mla, ib officer murder, আইবি আধিকারিকের মৃত্যু, delhi violence, দিল্লি হিংসা, delhi police, chand bagh, indian express bangla

তাহির হুসেন। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

দিল্লিতে আইবি অফিসার খুনে অবশেষে পুলিশি জালে আপ কাউন্সিলর তাহির হুসেন। শুক্রবার তাহির হুসেনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা চালাকালীন আইবি আধিকারিক অঙ্কিত শর্মাকে হত্যা করার অভিযোগ ওঠে তাহিরের বিরুদ্ধে। যদিও এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন ওই আপ কাউন্সিলর।

Advertisment

আইবি আধিকারিককে হত্যার অভিযোগ ওঠার পরই তাহির হুসেনকে সাসপেন্ড করেছিল আম আদমি পার্টি। এ ঘটনায় বুধবার আগাম জামিনের আর্জি জানিয়ে নগর ও দায়রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাহির।

আরও পড়ুন: নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর ফাঁসি ২০ মার্চ

প্রসঙ্গত, দিল্লিতে হিংসার আবহে নর্দমা থেকে এক আইবি কর্মীর দেহ উদ্ধার ঘিরে জোর চাঞ্চল্য ছড়ায় রাজধানীতে। উত্তর-পূর্ব দিল্লির চাঁদবাগ এলাকায় একটি নর্দমা থেকে উদ্ধার করা হয় আইবি অফিসার অঙ্কিত শর্মার দেহ। বাড়ির কাছ থেকে একদল যুবক তাঁকে তুলে নিয়ে গিয়ে তাঁর উপর হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেছিলে তাঁর পরিবার। পুলিশ সূত্রে খবর, আইবি-তে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন অঙ্কিত। খাজুরি খাস এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

আরও পড়ুন: ভারতে বাড়ছে করোনা, বিদেশি যাত্রীদের উপর কড়া নজরদারির নির্দেশ কেন্দ্রের

জানা গিয়েছে, অঙ্কিতের বাবা দেবেন্দ্র শর্মাও আইবি-তে কর্মরত। আইবি-র হেড কনস্টেবল দেবেন্দ্র। তাঁর অভিযোগ, অঙ্কিতকে মারধর করে গুলি করে হত্যা করা হয়েছে। ২০১৭ সালে আইবি-তে যোগ দিয়েছিলেন অঙ্কিত শর্মা।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment