Advertisment

বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে এসে হেনস্থার শিকার স্বামী অগ্নিবেশ

রাজধানীতে দীন দয়াল উপাধ্য়ায় মার্গে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন স্বামী অগ্নিবেশ।রাস্তায় তাঁকে দেখে একদল যুবক তেড়ে যান।শুধু তাই নয়, নিজের জুতো নিয়ে তাঁর দিকে ধেয়ে যান এক মহিলাও।

author-image
IE Bangla Web Desk
New Update
swami agnivesh, স্বামী অগ্নিবেশ

বাজপেয়ীকে শেষশ্রদ্ধা জানাতে এসে হেনস্থার শিকার স্বামী অগ্নিবেশ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শেষ শ্রদ্ধা জানাতে এসে বিড়ম্বনার মুখে পড়তে হল সমাজকর্মী স্বামী অগ্নিবেশকে। শুক্রবার রাজধানীতে দীন দয়াল উপাধ্য়ায় মার্গে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন ওই সমাজকর্মী। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহের সামনে যাওয়ার আগেই মাঝপথে ফিরতে হল ওই সমাজকর্মীকে। রাস্তায় স্বামী অগ্নিবেশকে দেখে একদল যুবক তেড়ে যান। শুধু তাই নয়, নিজের জুতো নিয়ে তাঁর দিকে ধেয়ে যান এক মহিলাও। এই সময়ে তাঁকে ধাক্কাও দেওয়া হয়। শেষপর্যন্ত হেনস্থার শিকার হয়ে ঘটনাস্থল থেকে ফিরে যেতে বাধ্য় হন তিনি। গোটা ঘটনার ভিডিও রেকর্ডিংও হয়েছে।

Advertisment

হেনস্থার ঘটনা প্রসঙ্গে স্বামী অগ্নিবেশ বলেন, ''হোটেলের বাইরে ভারতীয় জনতা যুব মোর্চা(বিজেওয়াইএম) ও এবিভিপি-র সদস্য়রা বিক্ষোভ দেখাচ্ছিলেন। কী কারণে বিক্ষোভ দেখাচ্ছেন তা জানার জন্য় ওঁদের ডেকে পাঠিয়েছিলাম। কিন্তু কেউ আসেননি।'' তবে এই প্রথমবার নয়, একমাস আগেও বিজেওয়াইএম কর্মীদের হাতে ওই সমাজকর্মী হেনস্থার শিকার হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। ঝাড়খণ্ডের পাকুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন স্বামী অগ্নিবেশ। সেসময় তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন, Atal Bihari Vajpayee funeral LIVE: শেষযাত্রায় প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ

অন্য়দিকে, অগ্নিবেশের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পরিকল্পনার কথা মানলেও হেনস্থার ঘটনায় তাঁদের কর্মীরা জড়িত নন বলে দাবি বিজেওয়াইএমের। সে রাজ্য়ে ভারতীয় জনতা যুব মোর্চার প্রধান অমিত সিং এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন,''উনি মাওবাদীদের সমর্থন করেন। ওঁর মতের বিরোধিতার জন্য় আমরা ওঁকে কালো পতাকা দেখানোর পরিকল্পনা করেছিলাম ঠিকই। আমি ভিডিওটি দেখেছি। আমাদের কর্মীরা শুধুমাত্র স্লোগান দিচ্ছিলেন। ওঁকে হেনস্থার ঘটনায় আমাদের কর্মীরা জড়িত নন। এফআইআরে কেন আমাদের কর্মীদের নাম রাখা হয়েছে, সে তো স্পষ্ট বোঝা যাচ্ছে।''

Atal Bihari Vajpayee national news
Advertisment