Tahawwur Rana: আবেদন খারিজ! ২৬/১১ মাস্টার মাইন্ড তাহাউর রানার ভারতে প্রত্যর্পণ স্রেফ সময়ের অপেক্ষা

Tahawwur Rana 26/11 Mumbai Attack: ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে ফেরানোর পথ পরিষ্কার। আমেরিকা সফরের সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন রানার ভারতে প্রত্যর্পণ অনুমোদন করেছে ট্রাম্প প্রশাসন।

Tahawwur Rana 26/11 Mumbai Attack: ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে ফেরানোর পথ পরিষ্কার। আমেরিকা সফরের সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন রানার ভারতে প্রত্যর্পণ অনুমোদন করেছে ট্রাম্প প্রশাসন।

author-image
IE Bangla Web Desk
New Update
Tahawwur Rana Return: mumbai-attack

২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে ফেরানোর পথ পরিষ্কার।

Tahawwur Rana Return:  তাজ হোটেলের ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে মেরে ফেলা হয়েছিল শতাধিক সাধারণ মানুষকে। সেই মুম্বই হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানাকে ফিরিয়ে আনার কূটনৈতিক লড়াইয়ে বিরাট সাফল্য পেল ভারত। মার্কিন সুপ্রিম কোর্টে তাহাউর রানার আবেদন খারিজ। ভারতে প্রত্যর্পণের পথ পরিষ্কার।

Advertisment

২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে ফেরানোর পথ পরিষ্কার। আমেরিকা সফরের সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন রানার ভারতে প্রত্যর্পণ অনুমোদন করেছে ট্রাম্প প্রশাসন। এরপরই রানাকে ভারতে ফেরানো নিয়ে তৈরি হয় একের পর এক জটিলতা। অবশেষে এখন রানার ভারতে প্রত্যর্পণ স্রেফ সময়ের অপেক্ষা।

মার্কিন সুপ্রিম কোর্ট সোমবার (৭ এপ্রিল, ২০২৫) মুম্বই হামলার মাস্টারমাইন্ড রানার ভারতে প্রত্যর্পণ স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছে। আমেরিকান আদালতের এই সিদ্ধান্তের পর রানাকে ভারতের ফেরানোর পথ মোটামুটি নিশ্চিত বলেই অনুমান করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। 

বছর ৬৪- এর পাক বংশোদ্ভূত কানাডিয়ান  রানা বর্তমানে লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন। তিনি ২৭শে ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্টের এক আবেদনের মধ্যে ভারতে প্রত্যর্পণ স্থগিতের অনুরোধ জানান। গত মাসের শুরুতে রানার আগের আবেদন প্রত্যাখ্যান করে সুপ্রিম কোর্ট। এরপর রানা তার আবেদনটি ফের পুনর্নবীকরণের দাবি  করেন এবং অনুরোধ জানান যে নতুন আবেদনটি প্রধান বিচারপতি রবার্টসের কাছে পাঠানো হোক। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পোস্ট করা এক নির্দেশে বলা হয়েছে রানার নতুন করে দাখিল করা আবেদনটি ৪ এপ্রিল, ২০২৫ তারিখে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছিল। 

Advertisment

'ভলিন্টিয়ারি সার্ভিস দিয়ে যান', চাকরিহারাদের সভায় বার্তা মুখ্যমন্ত্রীর

ভারতের বিরুদ্ধে একাধিক ভুয়ো অভিযোগ 

সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আদালত রানার আবেদন খারিজ করে দিয়েছে।” মুম্বই হামলার অভিযুক্ত রানা তার আবেদনে ভারতের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগও করেছিলেন। হিউম্যান রাইটস ওয়াচের ২০২৩ সালের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছিলেন যে ভারতের বিজেপি সরকার ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে এবং ক্রমাগত স্বৈরাচারী হয়ে উঠছে। 

 রানা তার আবেদনে আরও বলেছেন, "যদি আমাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়, তাহলে সেখানে আমাকে নির্যাতন করা হবে কারণ আমি পাক বংশোদ্ভূত এক মুসলিম"। গত মাসে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমেরিকা রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী মোদীর মার্কিন সফরের মধ্যে ট্রাম্প এই ঐতিহাসিক ঘোষণাটি করেছিলেন।"

PM Narendra Modi Donald Trump USA Tahawwur Rana Extradition