Mamata Banerjee meet with teachers: 'ভলিন্টিয়ারি সার্ভিস দিয়ে যান', চাকরিহারাদের সভায় বার্তা মুখ্যমন্ত্রীর

SSC Recruitment Case Verdict: সোমবার চাকরিহারা শিক্ষকদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই চাকরিহারাদের বড়সড় প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

SSC Recruitment Case Verdict: সোমবার চাকরিহারা শিক্ষকদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই চাকরিহারাদের বড়সড় প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee meet with teachers:চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বিরাট আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবে তাঁর সরকার, এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠকে এমনই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে চাকরিহারা শিক্ষকদের আপাতত স্কুলগুলিতে ভলিন্টিয়ারি সার্ভিস দিতেও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisment

চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "নিশ্চিন্তে থাকুন, আগে আমাদের যোগ্যদেরটা ঠিক করতে দিন। বাদবাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কী নথি আছে আমি দেখব, সত্যিই যদি প্রমাণিত হয় তারা অযোগ্য তখন হয়তো আমার কিছু করার থাকবে না। আগে দেখব অযোগ্য কারা? কাদের বলা হচ্ছে? তাদের বিরুদ্ধে এজেন্সি কী প্রমাণ দিয়েছে সেটা দেখব। যোগ্য ও অযোগ্যদের মধ্যে কেউ গন্ডগোল লাগাবেন না। প্রথমে আমাদের তদন্তটা করতে দিন। নোটিশ না পাওয়া পর্যন্ত কাজ করুন। ভলিন্টিয়ারি সার্ভিস দিন। স্বেচ্ছায় সবাই কাজ করতে পারে।"

এদিন চাকরিহারাদের পাশে দাঁড়িয়েও বিরোধীদের একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, "আমরা চাই আইন আপনাদের সুরাহা করুক। যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমাকে গালাগালি করছেন, আপনারা তো চারিদিকে লোকজন পুষে রেখেছেন। এই রায়ে আপনারা কলকাঠি নাড়েননি তো? মমতা ব্যানার্জিকে শায়েস্তা করতে শিক্ষকদের চাকরি কেড়ে নেবেন না। যোগ্য শিক্ষকদের সমর্থনে আইন লড়াই চলবে।"

আরও পড়ুন- West Bengal News Live:'চাকরিহারাদের শোকে আমি পাথর', চাকরিচ্যুতদের বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী

Advertisment

মুখ্যমন্ত্রীর কথায়, "আমরা ক্ল্যারিফিকেশন চাইব কোর্টের কাছে। আমার সরকারকে আঘাত করেছে। আমাকে মানসিক আঘাত করেছে। এই আঘাতের পাল্টা ফিরিয়ে দেব সম্মানের মধ্য দিয়ে। কেউ কারও প্ররোচনা শুনে প্ররোচিত হবেন না। মাথার ওপর আমরা আছি। কারও প্রতি কোনও অবিচার আমরা করব না। এটা আমি কথা দিয়ে গেলাম।"

আরও পড়ুন- SSC Recruitment Case Verdict: নেতাজি ইন্ডোরের সামনে ধুন্ধুমার! পুলিশের সামনেই মারপিট চাকরিহারাদের দু'পক্ষের

news of west bengal CM Mamata banerjee SSC Recruitment Case Verdict WB SSC Scam