Advertisment

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকের রহস্যমৃত্যু, হোটেল থেকে উদ্ধার দেহ!

সরকারের তরফে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
College student commits suicide in Kalna

হোটেলে রহস্যমৃত্য তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক আধিকারিকের

হোটেলের ঘরে মৃত অবস্থায় উদ্ধার করা হল তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা ও উন্নয়ন ইউনিটের ডেপুটি হেডকে। সরকারি সেন্ট্রাল নিউজ এজেন্সি সূত্রে বলা হয়েছে শনিবার সকালে দক্ষিণ তাইওয়ানের একটি হোটেলের ঘর থেকে ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপপ্রধান ওউ ইয়াং লি-হসিংকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Advertisment

সরকারের তরফে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। সিএনএ জানিয়েছে একাধিক ক্ষেপনাস্ত্র প্রকল্পের দায়িত্বে ছিলেন তিনি। দক্ষিণ তাইওয়ানের তিনি একটি ব্যবসায়িক সফরে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সামরিক মালিকানাধীন ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চলতি বছরে বার্ষিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা দ্বিগুণের বেশি বৃদ্ধি করেছে। চিনা হুমকির কাছে মাথানত না করা নিজেদের শক্তি জাহির করতেই বাড়ানো হয়েছে ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা।

ন্যান্সি পেলোসির সফরের পর থেকেই তাইওয়ানজুড়ে তীব্র উত্তেজনা। কারণ, তাইওয়ান প্রণালীতে জোর করে প্রবেশ করে সেখানে ইচ্ছেমতো সামরিক মহড়া চালাচ্ছে চিন। যখন তখন তাইওয়ানের আকাশ দিয়ে উড়ে যাচ্ছে চিনের যুদ্ধবিমান। অথবা, সোঁ সোঁ শব্দে ছুটে যাচ্ছে চিনের ক্ষেপণাস্ত্র। বুধবার এই প্রসঙ্গে চিন জানিয়েছে, তাইওয়ান প্রণালীতে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নির্ভুলভাবে সফল হয়েছে। আর, এতে তারা খুশি।

পালটা তাইওয়ান প্রশাসন জানিয়েছে, চিনের সামরিক মহড়া রাষ্ট্রসঙ্ঘের নিয়ম-নীতি লঙ্ঘন করেছে। ইচ্ছেমতো তাইওয়ানের আকাশ এবং সমুদ্র উপকূলের অঞ্চল দখল করেছে চিনের সেনা। সেখানেই তারা সামরিক মহড়ার নামে যথেচ্ছাচার চালাচ্ছে। চিন আগেই জানিয়েছিল, পেলোসির তাইওয়ান সফরের ফল ভালো হবে না। তার জেরেই চিন সেখানে সামরিক মহড়া চালিয়েছে।

আরও পড়ুন: < জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, কমপক্ষে ৮ জনের মৃত্যু, দায় নিল আইএস! >

চিনের যুদ্ধজাহাজগুলো তাইওয়ান প্রণালী অতিক্রম করে সেখানে ঢুকে পড়েছে এবং মোতায়েন রয়েছে। তাইওয়ানের আকাশ সীমায় যখন তখন উড়ছে চিনের যুদ্ধবিমান। আর তা এসে নামছে তাইওয়ানের জলসীমার মধ্যে দাঁড়িয়ে থাকা চিনের যুদ্ধজাহাজে। বেজিং যে স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে এটা যেন সামরিক বাহিনীর মহড়ার মাধ্যমে প্রমাণ করে দিতে চাইছে চিন।

এর আগে চিন বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টটিভের স্পিকার ন্যান্সি পেলোসিকে তাইওয়ান সফর করতে বারণ করেছিল। কিন্তু, পেলোসি সেই কথা শোনেননি। তাইওয়ানের গণতন্ত্রের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র আশাবাদী। তাইওয়ান সফরকালে সেখানকার মাটিতে দাঁড়িয়ে পেলোসি এমনটাই জানিয়েছেন।

র্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টটিভের স্পিকার ন্যান্সি পেলোসিকে তাইওয়ান সফর নিয়ে বেজিং এতটাই ক্ষুদ্ধ শুক্রবার বেজিং প্রশাসন দাবি করেছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জলবায়ু পরিবর্তন সহ বেশ কয়েকটি ক্ষেত্রে আলোচনার পথ বন্ধ করতে চলেছে। ওয়াশিংটনের সমস্ত পদক্ষেপকে "দায়িত্বহীন" বলেও অভিহিত করা হয়েছে। চিন, তাইওয়ান, মার্কিন উত্তাপের আঁচ কতটা পড়তে পারে ভারতে? তার উত্তরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ভারতের উপর এর খুবই নগণ্য প্রভাব পড়বে বলেই আশা করা হচ্ছে”।

china Taiwan
Advertisment