Advertisment

জাতি শংসাপত্র জাল করে চাকরি পেয়েছেন ওয়াংখেড়ে! নয়া অভিযোগ মহারাষ্ট্রের মন্ত্রীর

সোমবার মধ্যরাতে দিল্লি পৌঁছন ওয়াংখেড়ে, এনসিবির উপর মহলের তলব পেয়েই কি রাজধানীতে?

author-image
IE Bangla Web Desk
New Update
Sameer Wankhede, NCB

এনসিবি অধিকর্তা সমীর ওয়াংখেড়ে।

মাদক কাণ্ডে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (Nawab Malik) বনাম এনসিবি অধিকর্তা সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বাকযুদ্ধ চরমে। যা নিয়ে সরগরম মুম্বই। গত ৬ অক্টোবর জামাই সমীর খান মাদক মামলায় জামিন পাওয়ার পরই তেড়েফুঁড়ে উঠেছেন এনসিপি নেতা মালিক। একের পর এক অভিযোগে বিদ্ধ করেছেন শাহরুখ-পুত্র আরিয়ান খানকে (Aryan Khan) গ্রেফতার করা সমীর ওয়াংখেড়েকে। মন্ত্রীর অভিযোগ, ওয়াংখেড়ে মিথ্যা মামলা তৈরি করেছেন। বিজেপির (BJP) বোড়ে হিসাবে কাজ করছেন রাজনৈতিক বিরোধীদের নিগ্রহ করার জন্য।

Advertisment

এদিকে, সোমবার মধ্যরাতে দিল্লি পৌঁছন ওয়াংখেড়ে। সূত্রের খবর, ঘুষ নেওয়ার অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে এনসিবি (NCB) শীর্ষমহল। তড়িঘড়ি রাজধানীতে তলব করা হয় ওয়াংখেড়েকে। যদিও দিল্লি এয়ারপোর্টে সাংবাদিকরা প্রশ্ন করতে ওয়াংখেড়ে বলেন, জরুরি কাজে দিল্লি এসেছেন। কোনও তলব পেয়ে নয়। এনসিবি সূত্রের খবর, ওয়াংখেড়ের পাশেই আছে তারা। মুম্বইয়ের আঞ্চলিক অধিকর্তার কেরিয়ার রেকর্ড সাফ রয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

সোমবারই মালিক দাবি করেছেন, ওয়াংখেড়ে জাতি শংসাপত্র জাল করে ইউপিএসসি পরীক্ষায় পাশ করেছেন। ২০০৭ সালে তফসিলি জাতি কোটায় চাকরি পান ওয়াংখেড়ে। মালিক বলেছেন, তিনি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিলের সঙ্গে আজ, মঙ্গলবার দেখা করে কর্ডেলিয়া (Cordelia Cruise Ship) প্রমোদতরী মামলায় সিট তৈরি করার দাবি জানাবেন।

আরও পড়ুন আরিয়ান খানকে ফাঁসাতে ৮ কোটি ঘুষ নিয়েছেন! সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্ত শুরু NCB-র

প্রসঙ্গত, আইআরএস অফিসার ওয়াংখেড়ে বলেছেন, মালিক তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত কারণে শত্রুতা করছেন। বিশেষ করে তাঁর জামাই সমীর খানকে গ্রেফতার করার বদলা নিচ্ছেন। মুম্বই পুলিশকে একটি লিখিত অভিযোগ পত্রে ওয়াংখেড়ে বলেছেন, নবাব মালিকের আত্মীয়ের বিরুদ্ধে এনসিবি ব্যবস্থা নেওয়ায় পাল্টা আমাকে নিশানা করা হচ্ছে। এমনকী আমার প্রয়াত মায়ের কবরে গিয়েও দেখেছি অজ্ঞাত পরিচয় লোক আমাকে নজরে রাখছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mumbai NCB drug case NCB Sameer Wankhede Nawab Malik ncp
Advertisment