Tamil Nadu hooch tragedy: তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে বিষ মদ পানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ পাশাপাশি ১০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা শাসক এমএস প্রশান্ত এই তথ্য জানিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বিষ মদ কাণ্ডে সিবিআই-সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বদলি করা হয়েছে জেলা শাসককে। একই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে কল্লাকুড়ির এসপি সাময়সিংহ মীনাকে। নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে রজত চতুর্বেদী। পাশাপাশি ঘটনার জেরে একাধিক শীর্ষ পুলিশ কর্তাকে বরখাস্ত করা হয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন টুইট করে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি তার পোস্টে লিখেছেন, কল্লাকুড়িতে বিষ মদ খেয়ে এত মানুষের মৃত্যুতে আমি মর্মাহত ও ব্যথিত। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। গাফিলতির কারণে কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাজকে ধ্বংস করে এমন অপরাধ কঠোরভাবে দমন করা হবে" ।
আরও পড়ুন : < UGC-NET Exam Cancelled: ‘মোদী সরকারের ঔদ্ধত্যের পরাজয়’, UGC-NET বাতিলে কেন্দ্রকে তুলোধোনা কংগ্রেসের >
সিবি-সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন সিএম স্ট্যালিন
তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে বিষমদ কাণ্ডে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় সিবি-সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন সিএম এম কে স্ট্যালিন। এ ঘটনায় জেলা শাসক শ্রাবণ কুমার জাটথকে বদলি করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে কল্লাকুড়ির এসপি সাময়সিংহ মীনাকে।
তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবিও মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, 'কাল্লাকুরিচিতে বিষ মদে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আমি মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা'।