দাক্ষিণাত্যের সেনা কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল এস কে সাইনি সোমবার জানিয়েছেন দাক্ষিণাত্য ও উপদ্বীপ অঞ্চলের ভারতে জঙ্গি হানার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, এই আশঙ্কার কথা মাথায় রেখে ভারত ও পাকিস্তানের মধ্যে স্যার ক্রিক অঞ্চলে নিরাপত্তার পরিমাণ বাড়ানো হচ্ছে।
পুনের কাছে কানহেতে আর্মি ল কলেজে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল সাইনি।
আরও পড়ুন, সংরক্ষণ প্রথা বজায় রাখতে চাইছে আরএসএস
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে তিনি জানান, "দক্ষিণ ভারতে সম্ভাব্য জঙ্গি হানা নিয়ে অনেকগুলি গোয়েন্দা রিপোর্ট আমরা পেয়েছি। স্যার ক্রিক অঞ্চলে বেশ কয়েকটি পরিত্যক্ত নৌকোও পাওয়া গিয়েছে। জঙ্গিদের পরিকল্পনা ব্যর্থ হবেই, সে ব্যাপারে আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। "
জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমাদের স্পষ্ট নীতি রয়েছে, যার ভিত্তিতে আমরা বিদ্রোহের সমস্যার সমাধান করেছি। সমস্ত ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও কূটনৈতিক স্তরের দ্বন্দ্ব সমাধান করার দৃষ্টিভঙ্গি সরকারের রয়েছে। সেনাবাহিনীর কাজ হল সরকারকে এ ধরনের উদ্যোগ নিতে সহায়ক পরিস্থিতি তৈরি করা। এখন জম্মু কাশ্মীরে যে কোনও রকম চ্যালেঞ্জের মোকাবিলা করতে সেনাবাহিনী তৈরি।"
পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্প্রতি পরমাণু অস্ত্র ব্যবহার সহ যে সব বিবৃতি দিয়েছেন, সে সম্পর্কে প্রশ্ন করা হলে সেনা প্রধান বলেন, "আমাদের কাজের ধরন হুমকিতে বদলায় না এবং আমরা যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি।"
আরও পড়ুন, ওরা ক্ষমতা দেখাচ্ছে: রোমিলা থাপার
স্যার ক্রিক অঞ্চলে দেশের সীমা নির্ধারণের বিষয় নিয়ে সরকারের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জেনারেল সাইনি বলেন, "স্যার ক্রিক নিয়ে কোনও চুক্তি নেই। এটি দু দেশের সরকারের বিষয়।"
ইতিমধ্যে সেনাবাহিনীর সতর্কতার পরিপ্রেক্ষিতে কেরালা পুলিশ সতর্কবার্তা জারি করেছে। কেরালা পুলিশেরা ডিজি লোকনাথ বেহেরা বলেছেন, রাজ্যের পুলিশকে জনবহুল স্থানগুলিতে অতিরিক্ত নজরদারি চালাতে বলা হয়েছে।
Read the Full Story in English