কমানো হল এলপিজি-র দাম। রথযাত্রার দিনেই এলপিজি-র দাম কমায় স্বভাবতই স্বস্তিতে একাংশের ক্রেতারা। শুক্রবার ১ জুলাই থেকেই ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের তেল সংস্থাগুলি।
১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানোর পথে হাঁটল তেল সংস্থাগুলি। কলকাতায় এর আগে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ২ হাজার ৩২২ টাকা। তবে এবার সিলিন্ডার প্রতি ১৯৮ টাকা দাম কমায় এর নতুন দাম হবে ২ হাজার ২১ টাকা। স্বভাবতই বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার জেরে স্বস্তি পাবেন একাংশের ক্রেতারা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও গৃহস্থের এলপিজি-র দাম কি কমাচ্ছে কেন্দ্র?
না। এখনই গৃহস্থ বাড়িতে ব্যবহৃত ১৪ কেজির গ্যাসের সিলিন্ডারের দাম কমানোর পথে হাঁটার কোনও পরিকল্পনা নেই তেল সংস্থাগুলির। বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দামে কোনও হেরফের হয়নি। এখনও বাড়িকে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার আপনাকে ১ হাজার ২৯ টাকাতেই কিনতে হবে।
আরও পড়ুন- CPM-এর সদর কার্যালয়ের সামনে বিস্ফোরণ, রোমহর্ষক কাণ্ডে শহরে হুলস্থূল
এর আগে মে মাসের ১৯ তারিখে বাড়ির রান্নার গ্যাস ও বাণিজ্যিক সিলিন্ডার- দু'য়েরই দাম বাড়িয়েছিল কেন্দ্র। মে মাসে পরপর দু'বার রান্নার গ্যাসের দাম বেড়েছিল। প্রথম দফায় ১৪ কেজির সিলিন্ডারের দাম বেড়েছিল ৩.৫০ টাকা। সেই সঙ্গে বাণিজ্যিক সিলিন্ডারের দামও ৪ টাকা বাড়ানো হয়েছিল।
আরও পড়ুন- আতঙ্ক যেন পিছু ছাড়ছে না, আবারও করোনায় কাবু হাজার-হাজার ভারতীয়
মে-র প্রথমে এই দাম বাড়ার পর ফের একবার শেষের দিকেও দাম বেড়েছিল রান্নার গ্যাসের। এবার জুলাইয়ের শুরুতে দাম কমল বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের। এর জেরে ছোট ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা স্বস্তি পেলেও বাকিদের জন্য কোনও খুশির খবর নেই।