বছর শেষে রাজধানীতে ধীরে ধীরে কমছে করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৩৩ জন। দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘‘মনে হয়, দিল্লিতে আমরা করোনাভাইরাসের তৃতীয় সংক্রমণের ঢেউ নিয়ন্ত্রণে আনতে পেরেছি’’। দিল্লিতে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া কমে হয়েছে ১২ হাজার।
অনলাইন ব্রিফিংয়ে মুখ্য়মন্ত্রী বলেন, ‘‘নভেম্বরে দৈনিক সংক্রমণ ৮ হাজার ৬০০-র কাছাকাছি ছিল। তখনও আতঙ্কের পরিবেশ ছিল না। হাসপাতালে বেড ছিল। আমরা সকলে মিলে লড়াই করেছিলাম। আজ নতুন করে ১৩৩৩ জন আক্রান্ত হয়েছে’’। যা এখনও পর্যন্ত দিল্লিতে সর্বনিম্ন দৈনিক করোনা সংক্রমণ। গত ১১ নভেম্বর দিল্লিতে একদিনে ৮৫৯৩ জন আক্রান্ত হয়েছিলেন, যা ছিল সর্বাধিক।
আরও পড়ুন: ১ কোটি পেরোল মোট করোনা আক্রান্তের সংখ্যা, কমছে দৈনিক সংক্রমণ হার
কেজরিওয়াল বলেন, দিল্লির পরিস্থিতির উন্নতি হয়েছে। তাঁর কথায়, ‘‘দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টি করছি না। সমস্ত প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে’’। কোভিড যোদ্ধা, সামনের সারিতে দাঁড়িয়ে যাঁরা লড়াই চালাচ্ছেন, তাঁদের স্য়ালুট জানান তিনি। সহযোগিতার জন্য় কেন্দ্র সরকার, রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ধন্য়বাদও জানান তিনি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন