Advertisment

প্রথম পাগড়িধারি হিসেবে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীতে পাঞ্জাবের যুবক

আর্য নন, শিখ তিনি। তাই যোগ দেওয়া যাবে না মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীতে। তবে শেষ অবধি বৈতরনী পার করলেন এই শিখ তরুণ। প্রথম পাগড়িধারি হিসেবে যোগ দিলেন ট্রাম্পের নিরাপত্তা বাহিনীতে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অনসদীপ সিং ভাটিয়া

আর্য নন, শিখ তিনি। তাই যোগ দেওয়া যাবে না মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীতে। তবে শেষ অবধি বৈতরনী পার করলেন এই শিখ তরুণ। প্রথম শিখ পাগড়িধারী অফিসার পদে যোগ দিলেন ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা বাহিনীতে। চিরকালই মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল উত্তর প্রদেশের কানপুরের বাসিন্দা অনসদীপ সিং ভাটিয়ার। তবে তাঁকে জানানো হয়, সেখানে যোগ দিতে গেলে চেহারার পরিবর্তন করতে হবে তাঁকে। এই নির্দেশের বিরোধীতা করে আলাদতের দ্বারস্থ হন অনসদ্বীপ, এবং শেষে তাঁর পক্ষেই রায় দেয় আদালত। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ শেষ করে গত সপ্তাহেই কাজে যোগ দিয়েছেন অনসদীপ।

Advertisment

আরও পড়ুন: ‘নিচু জাতের’ রান্না করা মিড ডে মিল ফিরিয়ে দিল উত্তরপ্রদেশের স্কুল পড়ুয়ারা

১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গার সময় কানপুর থেকে লুধিয়ানায় পালিয়ে আসেন অনসদীপের পরিবার। দাঙ্গার শিকার হন তাঁর পরিবারও। বিয়ের ঠিক এক সপ্তাহ আগে মৃত্যু হয় তাঁর ছোট কাকার। আহত হন তাঁর বাবা দেবেন্দ্র সিং। এরপর ২০০০ সালে মাত্র ১০ বছর বয়সে বাবার সঙ্গে লন্ডনে আসেন অনসদীপ। চিরকালই মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল অনসদীপের। তবে তাঁকে জানানো হয়, সেখানে যোগ দিতে গেলে চেহারার পরিবর্তন করতে হবে তাঁকে। এরপরেই আদালতে যাওয়া, এবং মামলায় জয়।

মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা দপ্তরে যোগদানের আগেও বেশ কিছু জায়গায় কাজ করেছেন তিনি, তবে সবসময়ই অন্য কিছু করার কথা ভাবতেন অনসদীপ, তাঁর দাদা কনবলজিৎ সিং ভাটিয়া বলেন, প্রথমে বিমানবন্দর নিরাপত্তা বাহিনীতে কয়েকদিন কাজ করেন, এরপর মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীতে যোগ দেওয়ার জন্য একটি পরীক্ষা হয়, এবং প্রশিক্ষণও চলে কয়েক সপ্তাহ। এরপরই বাহিনীতে যোগ দেন তিনি।

Donald Trump
Advertisment