কৃষকদের বিক্ষোভে বামপন্থী-মাওবাদী-দেশবিরোধীরা ঢুকে পড়েছে বলে আগেই তোপ দেগেছে বিজেপি শিবির। এবার কৃষকদের আন্দোলনের আবহে মধ্য়প্রদেশের কৃষিমন্ত্রী কমল পটেল বললেন, কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা আদতে প্রকৃত কৃষক নন, তাঁরা ফড়ে।
এ প্রসঙ্গে ওই মন্ত্রী বলেছেন, তিন কৃষি আইনে বিপাকে পড়েছেন ফড়েরা। যাঁরা গোটা বাজার নিজেদের হাতে রাখত আর রাজনৈতিক দলগুলোকে অনুদান দিত। তাঁরা এখন এ ইস্য়ুতে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁরা আসল কৃষক নন। তিনি আরও বলেন, নয়া আইনের ফলে, কৃষকরা সরাসরি তাঁদের উৎপাদিত পণ্য় বিক্রি করার সুযোগ পাবেন।
আরও পড়ুন: কৃষক বিদ্রোহ মেটাতে কমিটি গড়ার প্রস্তাব সুপ্রিম কোর্টের
উল্লেখ্য়, কৃষকদের আন্দোলনে বামপন্থী-মাওবাদীরা ঢুকে পড়েছে বলে ক’দিন আগেই মুখ খোলেন কেন্দ্রীয় খাদ্য়মন্ত্রী পীযূষ গোয়েল। অন্য়দিকে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য় বলেছেন, খলিস্তানিরা বিরোধিতা করে এগিয়ে আসছেন। আবার, উত্তরাখণ্ডের বিজেপি নেতা দুষ্য়ন্ত গৌতম বলেছেন, দেশবিরোধীরা এই বিক্ষোভকে হাইজ্য়াক করেছেন। বিজেপি নেতা-মন্ত্রীদের এহেন মন্তব্য়ে সরগরম রাজনৈতিক মহল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন