Advertisment

জঙ্গি হামলায় কাশ্মীরে নিহত ৩ বিজেপি কর্মী

কুলগাম জেলায় জঙ্গিদের হাতে ওই ৩ বিজেপি নেতা খুন হয়েছেন বলে জানা যাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
jammu kashmir militant attack, জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা

প্রতীকী ছবি।

ফের রক্তাক্ত উপত্য়কা। তিন বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল জম্মু-কাশ্মীরে। বৃহস্পতিবার রাতে কুলগাম জেলায় জঙ্গিদের হাতে ওই ৩ বিজেপি কর্মী খুন হয়েছেন বলে জানা যাচ্ছে।

Advertisment

পুলিশ সূত্রে খবর, জঙ্গিদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক ফিদা হুসেন ইয়াতু ও আরও ২ দলীয় কর্মী উমর রমজান হাজাম ও উমর রশিদ বেগ। দক্ষিণ কাশ্মীরের কুলগামের ওয়াই কে পোরা গ্রামে জঙ্গিরা হামলা চালায়। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় ইয়াতুর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্য়ু হয় বাকি দু’জনের।

আরও পড়ুন: “ওদের ঘরে ঢুকে মেরেছি!”, অবশেষে পুলওয়ামা হামলার দায় স্বীকার পাকিস্তানের মন্ত্রীর

এ ঘটনা প্রসঙ্গে এক বিবৃতিতে পুলিশের তরফে জানানো হয়েছে, ‘‘ওয়াই কে পোরা এলাকায় ৩ বিজেপি কর্মীকে লক্ষ্য় করে গুলি চালিয়েছে জঙ্গিরা। তাঁদের জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়’’।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে জম্মু-কাশ্মীর পুলিশ, সেনা ও আধা সামরিক বাহিনীর যৌথ দল। এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

হামলার নিন্দা জানিয়ে উপ-রাজ্য়পাল মনোজ সিনহা বলেছেন, ‘‘হিংসার অপরাধীরা মানবতার শত্রু। এ ধরনের কাপুরুষোচিত কাজ মেনে নেওয়া যায় না’’। পুলিশ সূত্রে খবর, চলতি বছরে কাশ্মীরজুড়ে জঙ্গি হামলায় কমপক্ষে ৯ বিজেপি নেতা-কর্মীর মৃত্য়ু হয়েছে। অধিকাংশ হামলাই ঘটেছে দক্ষিণ কাশ্মীরে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment