করোনা পরিস্থিতির মধ্য়েই উপত্য়কায় ফের জঙ্গি হামলা ঘটল। শনিবার উত্তর কাশ্মীরের সোপোরে জঙ্গিদের গুলিতে তিন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। জঙ্গি হামলায় আরও ২ জন জখম হয়েছেন।
হামলা প্রসঙ্গে দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসকে সিআরপিএফ-এর স্পেশাল ডিজি জুলফিকর হাসান জানিয়েছেন, ''ওই এলাকায় একটা চেকপয়েন্ট ছিল। চেকপয়েন্ট লক্ষ্য় করে জঙ্গিরা গুলি চালায়। পাল্টা জবাব দিই আমরা''।
আরও পড়ুন: ১৪,৩৭৮ পজিটিভ কেসের মধ্য়ে ৪,২৯১টিরই তবলিঘি যোগ: স্বাস্থ্য় মন্ত্রক
সিআরপিএফ-এর মুখপাত্র জানিয়েছেন, চেকপোস্ট লক্ষ্য় করে জঙ্গিরা গুলি চালায়। ওই চেকপোস্টে সিআরপিএফ-এর ১৭৯ ব্য়াটেলিয়ন ও জম্মু-কাশ্মীর পুলিশের প্রহরা থাকে। হামলায় জখম জওয়ানরা শ্রীনগরে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোপোরের পুলিশ সুপার জাভেদ ইকবাল জানিয়েছেন, এলাকায় জঙ্গিদের উপস্থিতি রয়েছে এমনটা আঁচ করে এলাকায় তল্লাশি অভিযান চালাই আমরায়। গোটা এলাকা ঘিরে ফেলা হয়।
আরও পড়ুন: করোনা পরবর্তী সময়ে ওয়ার্ক ফর্ম হোম নয়া রীতি হতে পারে: রবিশংকর প্রসাদ
উল্লেখ্য়, এ নিয়ে কাশ্মীরে এক সপ্তাহে তিনবার হামলার ঘটনা ঘটল। শুক্রবার জম্মু-কাশ্মীরে গুলির লড়াইয়ে ৪ জঙ্গির মৃত্য়ু হয়েছে। কিস্টওয়ার জেলায় গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিহত হয়। এ ঘটনায় স্পেশাল পুলিশ অফিসারের মৃত্য়ু হয়েছে, জখম হয়েছেন আরেক জন। এর আগে, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টার হয়।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন