হাথরসের ঘটনার রেশ কাটতে না কাটতে উত্তরপ্রদেশে আবারও নারী নির্যাতনের ঘটনা সামনে এল। আবারও আক্রমণের রোষে দলিত পরিবার। তিন দলিত বোনের উপর অ্য়াসিড হামলার অভিযোগ উঠল যোগী রাজ্য়ে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্ডা জেলায়। মঙ্গলবার নিজের বাড়িতে ঘুমিয়েছিল ওই তিন বোন। সেসময়ই তাদের উপর অ্য়াসিড হামলা হয় বলে অভিযোগ। তিনজনই নাবালিকা বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন বোনের মধ্য়ে বড় বোনের (১৭) দেহে ৩৫ শতাংশ পুড়েছে। বাকি দুই বোনের একজনের বয়স ১২ ও আরেকজনের বয়স ৮। ১২ বছর বয়সীর দেহের ২৫ শতাংশ পুড়েছে। ৮ বছর বয়সীর দেহের ৫ শতাংশ পুড়েছে। তাদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে ফের দলিত লাঞ্ছনা, বৃদ্ধকে জোর করে মূত্র পান করানোর চেষ্টা
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্য়ক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে গোন্ডার পুলিশ সুপার শৈলেশ কুমার পান্ডে জানিয়েছেন, ''ভোরের দিকে আমরা খবর পাই যে, ঘুমন্ত অবস্থায় ৩টি মেয়ের উপর কিছু রাসায়নিক নিয়ে হামলা চালানো হয়েছে। আমরা রাসায়নিকটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছি। আমরা মেয়েগুলোকে সরকারি হাসপাতালে পাঠাই। তাদের শারীরিক অবস্থা বর্তমানে ভাল...আমরা পরিবারের সদস্য়দের সঙ্গে কথা বলেছি। ওঁরা কাউকে সন্দেহ করছেন না। অপরাধস্থল ঘুরে দেখেছে ফরেন্সিক টিম ও ডগ স্কোয়াড। তদন্ত চলছে''।
পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে, রাত ২টো নাগাদ যন্ত্রণায় কাঁদতে কাঁদতে নেমে আসে ওই তিন বোন। তাদের বাবা প্রথমে ভেবেছিলেন হয়তো গ্য়াস সিলিন্ডার থেকে ক্ষত হয়েছে। কিন্তু পরে বুঝতে পারেন যে, এটা অ্য়াসিড হামলা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন