হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিন তলা বাড়ি, আটকে বেশ কয়েকজন

ধ্বসংস্তূপে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

ধ্বসংস্তূপে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
mohali building collapse, মোহালিতে বাড়ি ভেঙে পড়ল, পাঞ্জাব. মোহালি, punjab building collapse, several trapped in building collapse, মোহালিতে বহুতল ভেঙে দুর্ঘটনা, building collapse debris, পাঞ্জাবের খবর, injured in punjab building collapse, india news, indian express bangla

মোহালিতে ভেঙে পড়ল বহুতল। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস টুইট থেকে নেওয়া স্ক্রিনশট।

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি। শনিবার বিকেলে পাঞ্জাবের মোহালিতে ভেঙে পড়ে বহুতল। ধ্বসংস্তূপে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। জোরকদমে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

Advertisment

Advertisment

আরও পড়ুন: পুলিশকে গুলি করে হত্যা পুলিশের, দিল্লিতে জোর চাঞ্চল্য

মোহালির খারার-লান্ড্রান রোডে জেটিপিএল সিটির গেটে ভেঙে পড়ে বহুতল। এ প্রসঙ্গে, খারার ডিএসপি পাল সিং বলেন, ‘‘এখনই বলতে পারব না, কেউ আটকে রয়েছেন কিনা। উদ্ধারকাজ চলছে। অ্যাম্বুল্যান্স ডাকা হয়েছে’’।

আরও পড়ুন: বিজেপিতে ফের সিএএ ভাঙন, দল ছাড়লেন গেরুয়া নেতা

ধ্বংসস্তূপের নীচে একটি জেসিবি মেশিন উদ্ধার করা হয়েছে। কয়েকজন শ্রমিককেও উদ্ধার করা হয়েছে বলে খবর। ওই বহুতলে অম্বিকা বিল্ডার্সদের অফিস ছিল বলে জানা যাচ্ছে। জেটিপিএল সিটির গেটের সামনে বেসমেন্টে খনন কাজ চলছিল।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news