Advertisment

ভাড়া বৃদ্ধির দাবিতে অনিদির্ষ্টকালের ধর্মঘটে মুম্বই-এর ওলা উবের চালকরা

২৯ অক্টোবর অর্থাৎ আগামিকাল আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে পারেন পরিবহণ মন্ত্রী দিবাকর রাওয়াত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুম্বইয়ে ওলা উবের ঘর্মঘট।

রবিবারও জারি থাকল মুম্বইয়ের ওলা উবের চালকদের ধর্মঘট।  এই নিয়ে সাত দিন ধরে চলছে তাঁদের বিক্ষোভ। অ্যাপ ক্যাব ড্রাইভারদের দাবি সরকার এবং সংস্থার তরফ থেকে ভাড়া বাড়ানো সম্পর্কিত লিখিত আশ্বাস না দেওয়া পর্যন্ত চলবে এই আন্দোলন। বলার অপেক্ষা রাখে না, সপ্তাহভর চলতে থাকা এই বনধে কার্যত নাকাল যাত্রীরা।

Advertisment

সূত্রের খবর, ২৯ অক্টোবর অর্থাৎ আগামিকাল আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে পারেন পরিবহণ মন্ত্রী দিবাকর রাওয়াত। প্রসঙ্গত গত ২২ অক্টোবর অর্থাৎ সোমবার থেকে ভাড়া বাড়ানোর দাবিতে বনধের ডাক দিয়েছেন ওলা উবেরের ড্রাইভাররা।

আরও পড়ুন: এবার উবেরে সমস্যার কথা সরাসরি অ্যাপ দিয়েই জানান পুলিশকে

এখনও পর্যন্ত প্রতি কিলোমিটারে ৬ টাকা হিসাবে ভাড়া নেওয়া হয়। তবে মহারাষ্ট্র রাজ্য রাষ্ট্রীয় কামগর সংঘের ( Maharashtra Rajya Rashtriya Kamgar Sangh, MARRKS) আওতাধীন অ্যাপ ক্যাবের চালকরা দাবি জানিয়েছেন যে, প্রতি কিলোমিটারের ভাড়া ৬ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা করতে হবে।

এ প্রসঙ্গে মহারাষ্ট্র রাজ্য রাষ্ট্রীয় কামগর সংঘের সভাপতি সুনীল বোরকার জানিয়েছেন যে, যতক্ষণ না ওলা, উবের সংস্থার মালিক এবং সরকার তাঁদের দাবি মেনে নিচ্ছেন, ততক্ষণই চলবে এই বনধ। ওলার এক আধিকারিক  জানিয়েছেন যে, ওলার চালকরা ন্যায্য পারিশ্রমিক সহ ইনসেনটিভ পান। তবে বিগত সাতদিন ধরে চলতে থাকা এই বনধের ব্যপারে ওলা বা উবেরের সংস্থার তরফে সরাসরি মুখ খুলতে চাননি কেউই।

Advertisment