জঙ্গিদের হাতে অর্থ তুলে দেওয়া কিংবা অর্থ পাচারের মতো বিষয়গুলি নিয়ে এবার 'মিত্র' পাকিস্তানের থেকে দূরে সড়ল চিন। জঙ্গি দমনের মতো প্রতিশ্রুতি পূরণের পদক্ষেপ না নেওয়ায় ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলির পাশে থেকে পাকিস্তানকে কঠোর বার্তা চিন ও সৌদি আরবের। আসন্ন জুন মাসে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) পূর্ণাঙ্গ অধিবেশনের আগেই "সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনের শীর্ষ নেতাদের দোষী সাব্যস্ত করে বিচার প্রক্রিয়া শুরুর' মতো বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ফাঁসির আগেই দেওয়ালে মাথা ঠুকে রক্তাক্ত নির্ভয়ার ধর্ষক
সূত্রের খবর যে এটি এখন চূড়ান্ত যে পাকিস্তানকে এফএটিএফ 'গ্রে লিস্ট'-এ রাখছে এবং চলতি বছরের জুনের মধ্যে যথাযথ ব্যবস্থা না নিলে চরম পরিণতির মুখোমুখি হতে হবে ইমরান খানের দেশকে, এমন বার্তাও দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, গত বছর মহাবলীপুরমে দু’দিনের ঘরোয়া বৈঠকের পরে, বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিং "সন্ত্রাসবাদ" নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখ্য উপদেষ্টা অজিত দোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিদেশ সচিব বিজয় গোখেল।
আরও পড়ুন: মন্ত্রীসভার বৈঠক সেরে আচমকাই দিল্লির ‘হাটে’ নরেন্দ্র মোদী
সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, "সাধারণ মানুষ ও বিশ্বকে বিভ্রান্ত করার ব্যাপারে পাকিস্তানের মরিয়া প্রয়াস বরাবরই এফএটিএফ নির্বাচনী মিডিয়ায় ফাঁস হতে থেকেছে। আসল বিষয়টি হল পাকিস্তান সেখানে 'গ্রে লিস্ট'-এ আছে এবং থাকবে। ভবিষ্যতে এফএটিএফের নির্দেশ না মানলে 'ব্ল্যাক লিস্ট' ও হতে পারে।"
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন