শক্তি বাড়িয়ে বাংলা ও ওড়িশা উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। সোমবার থেকেই ঝড় বৃষ্টি শুরু হওয়ার কথা দক্ষিণবঙ্গে। বুধবার আছড়ে পড়তে পারে বাংলায়। আমফানের স্মৃতি নিয়েই ইয়াস মোকাবিলায় চূড়ান্ত তৎপর রাজ্য প্রশাসন। তবে চিন্তায় রয়েছেন মোদীও।
প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার পর্যালোচনা করতে রবিবারই উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদ্যুৎ, টেলিকম বিভাগের আধিকারিকরা।
আরও পড়ুন, ‘আরও সহানুভূতিশীল হোন’, বিজেপি নেতাদের স্পষ্ট বার্তা জে পি নাড্ডার
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দফতর বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'ঝুঁকিপূর্ণ এলাকাগুলি থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাতে রাজ্যগুলির সঙ্গে প্রতিনিয়ত সংযোগ রেখে চলার জন্য শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী৷ ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগের নেটওয়ার্ক যতটা সম্ভব স্বাভাবিক রাখা এবং কোনও সমস্যা হলে দ্রুততার সঙ্গে তার মেরামতিরও নির্দেশ দিয়েছেন তিনি৷'
এছাড়াও, কেন্দ্রীয় সংস্থা ও কর্তৃপক্ষকে সামঞ্জস্য বজায় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৈরি করা হয়েছে এনডিআরএফ-এর ৪৬টি দল তৈরি রয়েছেন৷ তাদের মধ্য়ে ১৩টি দলকে আজ হেলিকপ্টারে করে পাঠানো হবে, এমনটাই খবর।
রবিবার সকালেই সাইক্লোন নিয়ে চিন্তা প্রকাশ করে মোদী টুইটে লেখেন, 'ঘূর্ণিঝড় 'ইয়াস' (Cyclone Yaas)) সামলানর বিষয়ে বৈঠক করেছি। যে এলাকায় প্রভাব পড়তে পারে সেখানকার মানুষকে সাহায্য করার জন্য কী কী ব্যবস্থা, তা নিয়ে আলোচনা করা হয়েছে।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন