ভগবান কিনা শৌচাগারে! আজ্ঞে হ্যাঁ, খানিকটা এমন কাণ্ডই ঘটতে চলেছিল যোগীরাজ্যে। এলাকাবাসীর জন্য শৌচাগার বানানোর উদ্যোগ নিয়েছিল পুরসভা। সেইমতো এলাকায় চলছিল শৌচাগার তৈরির কাজ। এ পর্যন্ত ঠিকঠাকই ছিল। কিন্তু শৌচাগার তৈরির ইট ঘিরে শুরু হল বিতণ্ডা। শৌচাগার তৈরির জন্য যে ইট আনা হয়েছিল, তাতে বড় বড় করে লেখা ‘রাম’। আর তা দেখেই শৌচাগার তৈরির মতো উদ্যোগে সাধুবাদ পাওয়ার বদলে মুহূর্তের মধ্যে স্থানীয় বাসিন্দাদের চোখরাঙানি সহ্য করতে হল পুর কর্তৃপক্ষকে। ‘রাম’ লেখা ইট দিয়ে শৌচাগার তৈরির কাজ নিয়ে তীব্র আপত্তি দেখালেন আগ্রার হরিপরওয়াত এলাকার বাসিন্দারা।
পুরসভার উদ্যোগে ওই এলাকায় শৌচাগার বানানোর কাজ চলছিল। যে ইট দিয়ে শৌচাগার বানানো হচ্ছিল, সেই ইটে ‘রাম’ শব্দটি লেখা থাকায় বেজায় চটে যান স্থানীয়দের একাংশ। ভগবানের নাম লেখা ইট দিয়ে কেন শৌচাগার বানানো হচ্ছে, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলে বিক্ষোভও দেখান স্থানীয়দের একাংশ। স্থানীয়দের এহেন বিক্ষোভের জেরে শেষমেশ বাধ্য হয়ে শৌচাগার তৈরির কাজ মাঝপথেই বন্ধ রাখেন নির্মাণকর্মীরা।
আরও পড়ুন,প্রবল বৃষ্টি ও ঝড়ে ভেঙে পড়ল তাজমহলের স্তম্ভ
স্থানীয়দের বিক্ষোভের জেরে ঘটনাস্থলে পুরসভার আধিকারিকা ছুটে যান। ‘রাম’ লেখা ইঁট আর শৌচাগার তৈরির কাজে ব্যবহার করা হবে না বলেও স্থানীয়দের আশ্বাস দেওয়া হয়।
আরও পড়ুন,উত্তরপ্রদেশে কিশোরীর বাবার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের সিদ্ধান্ত যোগী সরকারের
কীভাবে ‘রাম’ লেখা ইট দিয়ে শৌচাগার তৈরির কাজ চলছিল, তা নিয়ে তদন্ত করা হবে বলে আশ্বাস মিলেছে প্রশাসনের তরফে। যদিও এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়নি। ‘রাম’ লেখা ইট আগ্রাতে নিষিদ্ধ করা হবে বলেও জানা গেছে।