/indian-express-bangla/media/media_files/2025/04/11/WPwmnBFReEKmUJuzGTnI.jpg)
Bengaluru’s Kempegowda International Airport: বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। (ছবি- এক্সপ্রেস)
Top 10 Airports in the World 2025: ২০২৫ সালের Skytrax World Airport Awards-এর তালিকা এশিয়ার আধিপত্যকে আরও একবার সামনে এনে দিল। বিশ্বের সেরা ১০ বিমানবন্দরের মধ্যে ৬টিই এশিয়ার, যার মধ্যে প্রথম স্থান দখল করেছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। চাঙ্গি ১৩ বারের মত ‘বিশ্বের সেরা বিমানবন্দর’ খেতাব জিতল। শুধু তাই নয়, এটি বিশ্বের সেরা ডাইনিং সুবিধা, সেরা শৌচালয় এবং এশিয়ার সেরা বিমানবন্দরের পুরস্কারও অর্জন করেছে।
ভারতীয় বিমানবন্দরগুলিও পিছিয়ে নেই। দিল্লি IGI বিমানবন্দর আবারও ভারত ও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ বিমানবন্দর হিসেবে নির্বাচিত হয়েছে। এটি ভারতীয় বিমানসেবার মান ও যাত্রী পরিষেবায় আন্তর্জাতিক মান বজায় রাখার এক গুরুত্বপূর্ণ নিদর্শন।
বিশ্বের সেরা ১০টি বিমানবন্দর ২০২৫ (Skytrax World Airport Awards অনুযায়ী)
র্যাঙ্ক | বিমানবন্দরের নাম | শহর | দেশ | অঞ্চল |
---|---|---|---|---|
১ | সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর | সিঙ্গাপুর | সিঙ্গাপুর | এশিয়া |
২ | হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর | দোহার | কাতার | মধ্যপ্রাচ্য |
৩ | টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর | টোকিও | জাপান | এশিয়া |
৪ | ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দর | ইনচিওন | দক্ষিণ কোরিয়া | এশিয়া |
৫ | নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর | টোকিও | জাপান | এশিয়া |
৬ | হংকং আন্তর্জাতিক বিমানবন্দর | হংকং | হংকং | এশিয়া |
৭ | প্যারিস শার্ল দ্য গল বিমানবন্দর | প্যারিস | ফ্রান্স | ইউরোপ |
৮ | রোম ফিউমিসিনো বিমানবন্দর | রোম | ইতালি | ইউরোপ |
৯ | মিউনিখ বিমানবন্দর | মিউনিখ | জার্মানি | ইউরোপ |
১০ | জুরিখ বিমানবন্দর | জুরিখ | সুইজারল্যান্ড | ইউরোপ |
বেঙ্গালুরু বিমানবন্দর দক্ষিণ এশিয়ার সেরা আঞ্চলিক বিমানবন্দর নির্বাচিত হয়েছে, যা আঞ্চলিক সংযোগ ব্যবস্থাকে আরও মজবুত করছে। হায়দরাবাদ বিমানবন্দর কর্মীবান্ধব পরিষেবার জন্য প্রশংসিত হয়েছে। এছাড়া গোয়ার মনোহর বিমানবন্দর ৫ মিলিয়নের কম যাত্রীসংখ্যার মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতায় শীর্ষ স্থান পেয়েছে।
ভারতের বিমানবন্দরগুলির বিশ্ব র্যাঙ্কিং ও স্বীকৃতি (২০২৫)
ভারতীয় বিমানবন্দরগুলি দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য বজায় রেখেছে Skytrax ২০২৫-এর র্যাঙ্কিং-এ:
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর (IGI):
ভারতে ও দক্ষিণ এশিয়ায় সেরা বিমানবন্দর হিসেবে নির্বাচিত।
বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম।
বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর:
দক্ষিণ এশিয়ার সেরা আঞ্চলিক বিমানবন্দর।
হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর:
সেরা কর্মীবান্ধব সেবার জন্য পুরস্কৃত।
গোয়া মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর:
ভারতের ও দক্ষিণ এশিয়ার ‘সবচেয়ে পরিষ্কার’ বিমানবন্দর হিসেবে স্বীকৃত।
৫ মিলিয়নের কম যাত্রী সংখ্যার ক্যাটাগরিতে শীর্ষ স্থানে রয়েছে এই বিমানবন্দর।
আরও পড়ুন- হনুমান জয়ন্তীতে বিরল মহাযোগ, জেনে নিন কোন শুভ মুহূর্তে পুজোয় তুষ্ট হবেন বজরংবলী?
এই র্যাঙ্কিংগুলি শুধু যাত্রীসেবার মানই বোঝায় না, বরং এটি একটি দেশের পরিকাঠামো, পরিকল্পনা এবং প্রযুক্তিগত উন্নয়নেরও প্রতিফলন।