Hanuman Janmotsav 2025: হনুমান জয়ন্তীতে বিরল মহাযোগ, জেনে নিন কোন শুভ মুহূর্তে পুজোয় তুষ্ট হবেন বজরংবলী?

In 2025, Hanuman Janmotsav will be celebrated during an auspicious Panchgrahi Yog: ২০২৫ সালে পঞ্চগ্রহী যোগে পালন করা হবে হনুমান জন্মোৎসব। জেনে নিন কখন করবেন পূজো, কী কী সামগ্রী লাগবে, ও বজরংবলীর আশীর্বাদ পাওয়ার উপায়।

In 2025, Hanuman Janmotsav will be celebrated during an auspicious Panchgrahi Yog: ২০২৫ সালে পঞ্চগ্রহী যোগে পালন করা হবে হনুমান জন্মোৎসব। জেনে নিন কখন করবেন পূজো, কী কী সামগ্রী লাগবে, ও বজরংবলীর আশীর্বাদ পাওয়ার উপায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Lord Hanuman: মঙ্গলবার মন থেকে বজরংবলীর পুজো করলে জীবনের সমস্ত সংকট দূর হয় এবং আটকে থাকা কাজ সম্পন্ন হয়

Lord Hanuman: জন্মজয়ন্তীতে বজরংবলীর পুজো করলে জীবনের সমস্ত সংকট দূর হয় এবং সম্পন্ন হয় আটকে থাকা কাজ। (ছবি- Jansatta)

Hanuman Janmotsav 2025: Panchgrahi Yog, Puja Timings, Rituals and More: শনিবার (saturday) বিরল যোগ।একে তো পূর্ণিমা। তার ওপর, একই সময়ে হনুমান জয়ন্তী (Hanuman Jayanti)। যা উদযাপিত হবে বিভিন্ন নক্ষত্রের সমাহারে। এই সময়ে মীন রাশিতে থাকবেন বুধ, শুক্র, শনি, রাহু, এবং সূর্য (Mercury, Venus, Saturn, Rahu, Sun)। ফলে এই সময়ে নানা যোগ দেখা দেবে। সেগুলো হল- বুধাদিত্য, শুক্রাদিত্য, লক্ষ্মীনারায়ণ, মালব্য, রাজযোগ। এই সময়ে বেশ কয়েকটি রাশির জাতকেরা নানা দিক থেকে বিপুল উন্নতি করবেন।

Advertisment

হনুমান জয়ন্তীর দিনে বৃষের বিপুল লাভ। এঁরা এদিন বজরঙ্গবলীর বিপুল আশীর্বাদ পাবেন। সাফল্য এঁদের ঘিরে রাখবে। এঁদের বহুদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। বেকারেরা চাকরি পাবেন।পাশাপাশি, আর্থিক লাভও ঘটবে। হনুমান জয়ন্তীর দিনে নানা গ্রহ-নক্ষত্রের শুভসংযোগ ঘটবে। আর এর জেরে মিথুন রাশির ভাগ্য একেবারে তুঙ্গে থাকবে। এঁরাও হনুমানজির বিরল কৃপা পাবেন। এঁদের সামনে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে।

২০২৫ সালে হনুমান জন্মোৎসব এক বিশেষ গ্রহ-নক্ষত্রের পরিস্থিতিতে পালিত হবে। এই পরিস্থিতিকে বলছে পঞ্চগ্রহী যোগ। এই দিনে একসঙ্গে পাঁচটি গ্রহ এক রাশিতে অবস্থান করবে, যা অত্যন্ত শুভ ফল প্রদানকারী যোগ হিসেবে বিবেচিত। বজরংবলীর পূজা এই বিশেষ যোগে অসাধারণ ফল প্রদান করতে পারে ভক্তদের জীবনে।

কী করতে হবে?

Advertisment

শুভ মুহূর্ত ও তিথি:
২০২৫ সালের হনুমান জয়ন্তী পড়েছে চৈত্র পূর্ণিমার দিনে, এপ্রিল মাসে। এই দিনটি রামভক্ত হনুমানের জন্মদিন হিসেবে পালিত হয়। পূজার (pujo) শ্রেষ্ঠ সময় থাকবে সকালে ব্রহ্ম মুহূর্ত থেকে দুপুর পর্যন্ত।

পূজার পদ্ধতি ও সামগ্রী:
পূজার জন্য লাগবে লাল ফুল, লাল চন্দন, সিন্দুর, মৌরি, তেল, বাতি, নারকেল, পান, দূর্বা ঘাস ও হনুমান চালিসা পাঠ। ভক্তরা এই দিনে উপবাস করে, রাম নাম জপ করে এবং হনুমান চালিসা পাঠ করে পুজো করেন।

আরও পড়ুন- অবস্থান বদলাচ্ছে সূর্য, এই ৫ রাশির জীবনে আসছে সুবর্ণ সুযোগ, সম্মানের সঙ্গে বাড়বে ব্যাংক ব্যালেন্সও

বিশেষ ফলাফল:
এই পঞ্চগ্রহী যোগে হনুমানের পূজো করলে জীবনে আসতে পারে সাহস, শক্তি, মানসিক স্থিতি এবং বাধা অতিক্রমের শক্তি। বিশেষ করে যাঁরা কর্মক্ষেত্রে বাধা, স্বাস্থ্য সমস্যা বা শত্রুর উপদ্রব থেকে মুক্তি চান, তাঁদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ। এই শুভ দিনে বজরংবলীর কৃপা লাভ করতে পূজো করুন নিষ্ঠা ও বিশ্বাসভরে।

hanuman jayanti pujo saturday