Top 10 Countries: কোন ১০টি দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়ার? কত নম্বরে ভারত জানেন?

In 2025, the US, China, and India together hold over 50% of the world’s billionaires: ২০২৫ সালে বিশ্বজুড়ে বিলিয়নিয়ারদের সংখ্যার বিচারে দেখে নিন কোন দেশ এগিয়ে এবং ভারতের অবস্থান কত নম্বরে।

In 2025, the US, China, and India together hold over 50% of the world’s billionaires: ২০২৫ সালে বিশ্বজুড়ে বিলিয়নিয়ারদের সংখ্যার বিচারে দেখে নিন কোন দেশ এগিয়ে এবং ভারতের অবস্থান কত নম্বরে।

author-image
IE Bangla Web Desk
New Update
Billionaire: বিশ্বের সেরা ধনীরা থাকেন কোন দেশে, দেখে নিন একনজরে

Billionaire: বিশ্বের সেরা ধনীরা থাকেন কোন দেশে, দেখে নিন একনজরে।

World Billionaire Rankings 2025: Top 10 Countries Dominating Global Wealth: ফোর্বস প্রকাশিত ২০২৫ সালের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়ার এখন যুক্তরাষ্ট্রে রয়েছে। সেখানে মোট ৯০২ জন বিলিয়নিয়ার রয়েছেন। যাঁদের সম্মিলিত সম্পদ ৬.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে চীন, এবং তৃতীয় স্থানে রয়েছে ভারত, যেখানে বর্তমানে ২০৫ জন বিলিয়নিয়ার (billionaires) রয়েছেন।

ভারতের সেরা ধনী

Advertisment

ভারতের শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, যাঁর সম্পদের পরিমাণ ৯২.৫ বিলিয়ন মার্কিন ডলার। যদিও গত বছরের তুলনায় ভারতের সম্মিলিত সম্পদ কিছুটা হ্রাস পেয়েছে ($954B থেকে $941B), তারপরও ভারত তার তৃতীয় স্থান ধরে রেখেছে।

সেরা ১০ দেশ যেখানে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার থাকেন (২০২৫)

তালিকাদেশ (country-name )বিলিয়নিয়ার সংখ্যামোট সম্পদ (মার্কিন ডলারের হিসেবে)শীর্ষ ধনী ব্যক্তিমোট সম্পদ (বিলিয়ন মার্কিন ডলারের হিসেবে)
যুক্তরাষ্ট্র৯০২৬.৮ ট্রিলিয়নইলন মাস্ক৩৪২
চীন৪৫০১.৭ ট্রিলিয়নঝ্যাং ইয়িমিং৬৫.৫
ভারত২০৫৯৪১ বিলিয়নমুকেশ আম্বানি৯২.৫
জার্মানি১৭১৭৯৩ বিলিয়নডিটার শোয়ার্জ৪১
রাশিয়া১৪০৫৮০ বিলিয়নভাগিত আলেকপেরভ২৮.৭
কানাডা৭৬৩৫৯ বিলিয়নচ্যাংপেং ঝাও৬২.৯
ইতালি৭৪৩৩৯ বিলিয়নজিওভান্নি ফেরেরো৩৮.২
হংকং৬৬৩৩৫ বিলিয়নলি কা-শিং৩৮.৯
ব্রাজিল৫৬২১২ বিলিয়নএডুয়ার্ডো স্যাভেরিন৩৪.৫
১০যুক্তরাজ্য৫৫২৩৮ বিলিয়নমাইকেল প্লাট১৮.৮
Advertisment

এই তিন দেশ (যুক্তরাষ্ট্র, চীন, ভারত) মিলে বিশ্বের ৫০% এরও বেশি বিলিয়নিয়ারকে এবং তাঁদের সম্পদ ধরে রেখেছে। অন্যদিকে, বিশ্বের ১৭টি দেশে মাত্র একজন করে বিলিয়নিয়ার রয়েছেন, যেমন – আলবেনিয়ার সামির মানে, যিনি প্রথমবারের মতো এই তালিকায় প্রবেশ করেছেন ১.৪ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের অধিকারী হওয়ায়।

আরও পড়ুন- এবছর কোথায় যাবেন ঘুরতে? বেছে নিন, বিশ্বের ১০ সেরা শহরের এই তালিকা থেকে

অপরদিকে, বাংলাদেশ, উরুগুয়ে, ও পানামা এবারের তালিকা থেকে বাদ পড়েছে– তাদের একমাত্র বিলিয়নিয়ার এখন আর নেই। ২০২৫ সালের এই তালিকা বৈশ্বিক সম্পদ বৈষম্যের একটি প্রতিচ্ছবি, যেখানে কিছু দেশ প্রবলভাবে প্রাধান্য বিস্তার করছে।

India country-name billionaires