/indian-express-bangla/media/media_files/2025/04/10/aeDn2AsoNxHBdKLRvLRz.jpg)
Travel Destination: বেডা়নোর সেরা ঠিকানা।
Most-Visited and Best Cities to Travel in 2025: Explore Global Tourism Trends: বছরভর কাজের চাপ কাটাতে বছরে অন্তত একবার হলেও ঘুরতে যাওয়ার নেশা থাকে অনেকেরই। তবে, সবাই সেই সুযোগ পান না। তবে, যাঁরা পান তাঁরা বছরের শুরু থেকেই প্ল্যানিং করা শুরু করেন যে এবছর কোথায় যাবেন। অনেক তো আগামী বছরের পরিকল্পনাটাও করে রাখেন দিব্যি!
তাই, যাওয়ার আগে জেনে নেওয়াটা ভালো- কোথায় এবার বেশিরভাগ পর্যটকরা ঢুঁ মারছেন। কারণ, সেরা জায়গাতেই যে বেশি পর্যটকরা যাবেন, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় কথা, বিশ্ব ভ্রমণের তালিকায় ২০২৫ সালের সবচেয়ে বেশি পর্যটক ঘুরতে যাওয়া শহরগুলির (City) নাম প্রকাশ পেয়েছে। ইউরোমনিটর ইন্টারন্যাশনাল-এর তথ্য অনুযায়ী, থাইল্যান্ডের ব্যাংকক টানা দ্বিতীয়বার বিশ্বের সবচেয়ে বেশি ঘুরতে যাওয়া শহর হিসেবে জায়গা ধরে রেখেছে। সেখানে ৩২.৪ মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক ঘুরতে গেছিলেন।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তুরস্কের ইস্তানবুল, তারপর রয়েছে লন্ডন, হংকং ও মক্কা। মধ্যপ্রাচ্যের শহরগুলি যেমন দুবাই এবং মক্কা-ও রয়েছে এই শীর্ষ ১০-এর মধ্যে। এশিয়ার শহরগুলোর জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে ২০২৪-২৫, এই সময়কালে।
পর্যটকদের পছন্দের সেরা ১০ (Top 10) শহর (২০২৪–২৫)
ক্রমিক | শহর | দেশ | অঞ্চল | আন্তর্জাতিক ভিজিটর (মিলিয়ন) |
---|---|---|---|---|
১ | ব্যাংকক | থাইল্যান্ড | এশিয়া | ৩২.৪ |
২ | ইস্তানবুল | তুরস্ক | মধ্যপ্রাচ্য | ২৩ |
৩ | লন্ডন | যুক্তরাজ্য | ইউরোপ | ২১.৭ |
৪ | হংকং | চীন (SAR) | এশিয়া | ২০.৫ |
৫ | মক্কা | সৌদি আরব | মধ্যপ্রাচ্য | ১৯.৩ |
৬ | আন্তালিয়া | তুরস্ক | মধ্যপ্রাচ্য | ১৯.৩ |
৭ | দুবাই | UAE | মধ্যপ্রাচ্য | ১৮.২ |
৮ | ম্যাকাও | চীন (SAR) | এশিয়া | ১৮ |
৯ | প্যারিস | ফ্রান্স | ইউরোপ | ১৭.৪ |
১০ | কুয়ালালামপুর | মালয়েশিয়া | এশিয়া | ১৬.৫ |
এদিকে, ২০২৫ সালে ভ্রমণের সেরা গন্তব্য হিসেবে শীর্ষে রয়েছে প্যারিস। একই তালিকায় রয়েছে মাদ্রিদ, রোম, টোকিও, সিঙ্গাপুর এবং নিউইয়র্ক— যে শহরগুলো পর্যটকদের জন্য নানা ধরনের সংস্কৃতি, খাবার, ইতিহাস ও আধুনিক স্থাপত্যের অনন্য অভিজ্ঞতা দেয়।
আরও পড়ুন- কেন চড়ক পুজোয় ভক্তরা নিজের ওপর চালান কঠিন অত্যাচার? জানলে অবাক হবেন!
বিশ্বজুড়ে ভ্রমণ আবার ঘুরে দাঁড়িয়েছে। ২০২৪ সালে আন্তর্জাতিক পর্যটনের অর্থমূল্য ১৯% বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১.৯ ট্রিলিয়ন মার্কিন ডলার। তাই এখনই ঠিক করে ফেলুন, ২০২৫ সালে আপনি কোথায় যাবেন ছুটি কাটাতে? আর, এই ব্যাপারে ওপরের তালিকাই আপনাকে দিতে পারে পারফেক্ট গাইডলাইন।