Top 9 Nuclear armed countries in 2025: এগুলোই বিশ্বের ৯টি সবচেয়ে পরমাণু শক্তিধর দেশ, ভারত-পাকিস্তান কত নম্বরে জানেন?

Top 9 Nuclear armed countries in 2025: আমেরিকা এবং রাশিয়া দুনিয়ার মোট পারমাণবিক অস্ত্রের ৮৮ শতাংশের মালিক। আর তার মধ্যে ৮৪ শতাংশ বোমা সেনার ব্যবহারের জন্য মজুত রয়েছে।

Top 9 Nuclear armed countries in 2025: আমেরিকা এবং রাশিয়া দুনিয়ার মোট পারমাণবিক অস্ত্রের ৮৮ শতাংশের মালিক। আর তার মধ্যে ৮৪ শতাংশ বোমা সেনার ব্যবহারের জন্য মজুত রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Countries with nuclear weapons

Top 9 Nuclear armed countries in 2025: দিকে দিকে যুদ্ধের দামামা বাজছে। বিশ্ব এখন বারুদের স্তূপে দাঁড়িয়ে। ভয়ঙ্কর পরমাণু যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে পৃথিবী। আর্থ-সামাজিক সমস্যা এবং ভৌগোলিক জটিলতাই এর প্রধান কারণ। সোভিয়েত ইউনিয়ন-আমেরিকার মধ্যে ঠান্ডা যুদ্ধের পর থেকে নিউক্লিয়ার অস্ত্র তৈরির পরিধি অনেকটা নিয়ন্ত্রণে রাখতে অনেক অগ্রগতি হলেও বাস্তবে সেই মাত্রাও অনেক স্লথ হয়েছে। বিশ্বে পারমাণবিক অস্ত্রের ভাঁড়ার বিপজ্জনক ভাবে বাড়ছে।

Advertisment

মূলত, বিশ্বের দুই সুপারপাওয়ার ঠান্ডা লড়াইয়ের সময়ে থেকে যেমন আমেরিকা এবং রাশিয়া দুনিয়ার মোট পারমাণবিক অস্ত্রের ৮৮ শতাংশের মালিক। আর তার মধ্যে ৮৪ শতাংশ বোমা সেনার ব্যবহারের জন্য মজুত রয়েছে। যদিও বর্তমানে দুই দেশই পারমাণবিক অস্ত্রভাণ্ডার কমানোর প্রচেষ্টা শুরু করেছে। নিউক্লিয়ার বোমাগুলি নিষ্ক্রিয় করে এই কাজ তারা করছে। অন্যান্য দেশ যেমন চিন, ভারত এবং পাকিস্তান কিন্তু তাদের ভাঁড়ার মজবুত করছে।

আরও পড়ুন ট্রাম্পের ছোঁড়া 'শুল্ক বোমায়' চূর্ণ-বিচূর্ণ ভারত, কোন পথে মিলবে সুরাহা?

এই মুহূর্তে জাতীয় সুরক্ষার জন্য কয়েকশো নিউক্লিয়ার অস্ত্র ছাড়া কোনও দেশের প্রয়োজনীয়তা বেশি নেই। যদিও শীর্ষ ৯ নিউক্লিয়ার শক্তিধর দেশ এবছরের শুরুতে ১২,৩৩১টি পারমাণবিক অস্ত্রের মালিক। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের সমীক্ষা বলছে একথা।

Advertisment

একনজরে দেখে নিন বিশ্বের সবচেয়ে শক্তিধর ৯টি দেশের তালিকা

পরমাণু বোমার ভাণ্ডারের নিরিখে শীর্ষ দেশ রাশিয়া (৫,৪৪৯*), দ্বিতীয় আমেরিকা (৫,২৭৭), তৃতীয় চিন (৬০০), চতুর্থ ফ্রান্স (২৯০), পঞ্চম ব্রিটেন (২২৫), ষষ্ঠ ভারত (১৮০), সপ্তম পাকিস্তান (১৭০), অষ্টম ইজরায়েল (৯০), নবম দেশ হল উত্তর কোরিয়া (৫০)

*সংখ্যায় পারমাণবিক অস্ত্র

nuclear missile