Chennai Air Force Chaos: চেন্নাইয়ে এয়ার ফোর্সের এয়ার শো দেখতে হাজার হাজার মানুষের ভিড়। তার মাঝেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। রবিবার চেন্নাইয়ের মেরিনা বিচে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) এয়ার শো'তে 'ডিহাইড্রেশনের' কারণে কমপক্ষে ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। প্রায় শতাধিক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত ভিড়ের কারণেই ঘটেছে বিপর্যয় বলেই প্রাথমিকভাবে ধারণা প্রশাসনের। তামিলনাড়ু স্বাস্থ্য মন্ত্রকের মতে, হিটস্ট্রোক এবং ডিহাইড্রেশনের কারণে কমপক্ষে ৯৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বেশিরভাগকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
মন্ডপজুড়ে বৃষ্টির 'টাপুর টুপুর' শব্দ, আলোআধারির খেলা, 'সেরার সেরা'র থিমে কলকাতার কোন পুজো?
ইন্ডিয়ান এয়ার ফোর্সের এয়ার শো দেখতে মেরিনা বিচে জড়ো হন হাজার হাজার মানুষ। কর্মকর্তারা জানিয়েছেন, প্রচন্ড গরম ও ভিড়ের কারণে ৫ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় বায়ুসেনার ৯২ তম প্রতিষ্টা দিবস উপলক্ষ্যে চেন্নাইয়ে এই বিশেষ এয়ার শোয়ের ব্যবস্থা করা হয়েছিল। রবিবার মেরিনা বিচে আয়োজিত 'এয়ার শো' ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। এয়ার শো দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমান। প্রচণ্ড গরম ও 'ডিহাইড্রেশনের'কারণে মৃত্যু হয়েছে ৬ জনের। ১০০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের সঙ্গে বচসায় জুনিয়র ডাক্তাররা, বায়ো টয়লেট বসানো নিয়ে তর্কাতর্কি!
ফাইটার জেটের রোমাঞ্চকর এয়ার শো দেখার জন্য সকাল থেকেই দর্শকরা মেরিনা বিচে জড়ো হতে শুরু করেন। সুপারসনিক ফাইটার প্লেন রাফালে সহ প্রায় ৫০টি ফাইটার প্লেন এয়ার শো'তে অংশ নেয়। অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্টালিন, এয়ার চিফ মার্শাল এপি সিং, অনেক মন্ত্রী ও সাংসদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।