Advertisment

Durga Puja 2024: মন্ডপজুড়ে বৃষ্টির 'টাপুর টুপুর' শব্দ, আলোআধারির খেলা, 'সেরার সেরা'র থিমে কলকাতার কোন পুজো?

Durga Puja 2024: ‘বারিবিন্দু’ থিমে সেরার সেরা চমক দিতে তৈরি সল্টলেকের একে ব্লকের পুজোয়। বৃষ্টি থেকে ঢাকের শব্দ আপনাকে অবাক করবে। গোটা মন্ডপ জুড়েই ফুটে তোলা হয়েছে বৃষ্টির উপকারীতা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
durgapuja kolkata

শুরু হয়েছে শহরবাসীর প্যান্ডেল হপিং, এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

Durga Puja 2024: দেবীপক্ষের শুরুতেই শহর জুড়ে উন্মাদনা। মানুষের ঢল নেমেছে রাজপথে। তৃতীয়া থেকেই শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলায় উপচে পড়া ভিড়। কলকাতার পুজোয় দর্শনার্থীদের তালিকার শীর্ষেই থাকে শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো। এবার যেন তার কন ব্যতিক্রম নেই। মহালয়ার দিন থেকে মণ্ডপে জনজোয়ার। দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দিরের আদলে সাজিয়ে তোলা হয়েছে মন্ডপ। যা লাখো দর্শনার্থীদের মুগ্ধ করবেই। লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এ বছরের পুজো ৫২ বছরে পদার্পণ করল। পুজোর থিম ভাবনায় এবার ফুটে উঠেছে দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দির। আলোর রঙবাহারি খেলায় সেজে উঠেছে গোটা মন্ডপ।

Advertisment

আরও পড়ুন- এই প্রথমবার! দুর্গাপুজোয় যাত্রীদের ফাটাফাটি সুবিধা মেট্রোর, জানলে তাজ্জব হবেনই!

বোধনে বাকী কয়েক ঘন্টা। তবে আকাশ-বাতাস জুড়ে শুধুই যেন পুজো পুজো গন্ধ। বৃষ্টি নিন্মচাপের চোখরাঙানিকে উপেক্ষা করে পুরোপুরি ফেস্টিভ মুডে গোটা বাংলা। শুরু হয়েছে শহরবাসীর প্যান্ডেল হপিং। সোশ্যাল মিডিয়ার ফিডে উপছে পড়ছে একের পর এক পুজো মণ্ডপের তাক লাগানো সব ছবি। শহর কলকাতার পাশাপাশি জোর টেক্কা জেলার পুজো মন্ডপগুলি। ভিড় এড়াতে উৎসবপ্রিয় বাঙালি মহালয়ার দিন থেকে শহরের সেরা পুজো গুলি চাক্ষুষ করতে রাজপথে দাপিয়ে বেড়াচ্ছেন। প্যান্ডেল হপিংয়ের আগে এক নজরে দেখে নিন কলকাতার পুজোয় শীর্ষে কোন কোন পুজো কমিটি?

আরও পড়ুন- পুলিশের সঙ্গে বচসায় জুনিয়র ডাক্তাররা, বায়ো টয়লেট বসানো নিয়ে তর্কাতর্কি!


 শ্রীভূমি স্পোর্টিং

গত কয়েক বছরে পুজোর থিমে সবাইকে মাত করে দিয়েছে লেকটাউনের এই পুজো। বাহুবলীর মাহেশমতী প্যালেস থেকে শুরু করে বুর্জ খলিফা, ভ্যাটিকান সিটি পেরিয়ে ডিজনিল্যান্ড একের পর এক চমক দিয়েছে শ্রীভূমি স্পোর্টিং। এবার লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এ বছরের পুজো ৫২ বছরে পদার্পণ করল। পুজোর থিম ভাবনায় এবার ফুটে উঠেছে দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দির। আলোর রঙবাহারি খেলায় সেকে উঠেছে গোটা মন্ডপ।

সন্তোষ মিত্র স্কোয়ার

অযোধ্যার রামমন্দির তৈরি শেষ হওয়ার আগেই কলকাতার দুর্গাপুজোয় রামমন্দির থিম গড়ে লাখো মানুষের মন জয় করেছিল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো । এবারও থিমে বাজিমাত করতে কোন ত্রুটি রাখেনি সন্তোষ মিত্র স্কোয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রেরে লাস ভেগাস শহরের বিখ্যাত আলোর গোলক বা স্ফিয়ারকে ফুটিয়ে তোলা হয়েছে থিমে। এবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম ‘দ্য স্ফিয়ার’। বিশাল এই গোলকের গায়ে দেখা যাবে হরেক ছবি ও আলোর বাহারি খেলা।

আরও পড়ুন- ষষ্ঠী থেকে চারদিন টানা ধরনায় নির্যাতিতার মা-বাবা, মেয়ের ন্যায় বিচার ছিনিয়ে আনতে লড়াই জারি

কাশী বোস লেন

পুজোর থিমে প্রতিবারই নজর কাড়ে কাশী বোস লেনের পুজো। এবারেও তার কোন ব্যতিক্রম নেই। কাশী বোস লেনের এবারের পুজোর থিম ‘রত্নগর্ভা’। আরজি কর থেকে শুরু করে জয়নগর মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠেছে বিরাট প্রশ্ন। সেই আবহেই এবার মায়েদের একটি বিশেষ দিক তুলে ধরল কাশী বোস লেন।

সল্টলেক একে ব্লকের পুজো 

‘বারিবিন্দু’ থিমে সেরার সেরা চমক দিতে তৈরি সল্টলেকের একে ব্লকের পুজোয়। বৃষ্টি থেকে ঢাকের শব্দ আপনাকে অবাক করবে। গোটা মন্ডপ জুড়েই ফুটে তোলা হয়েছে বৃষ্টির উপকারীতা। বৃষ্টির শব্দকে বিশেষ প্রযুক্তিতে ফুটিয়ে তুলে মন্ডপের শব্দ পরিকল্পনা তাক লাগাতে বাধ্য। প্রায় দুমাস ধরে টানা পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে মন্ডপে বৃষ্টির শব্দ ফুটিয়ে তুলতে। বৃষ্টির শব্দকে ব্যবহার করে যে শব্ধমালা মন্ডপে সৃষ্টি করা হয়েছে তা এককথা অনবদ্য। পাশাপাশি বৃষ্টির জলকে ধরে রেখে জলসংকট মেটানো থেকে বৃষ্টির মরশুমকে উপভোগ করার মত পরিবেশ গোটা মন্ডপ জুড়েই ফুটিয়ে তোলা হয়েছে।

আহিরীটোলা সর্বজনীন

আহিরীটোলা সর্বজনীন-এর এবছরের থিম খেয়াল সেতু বৈতরণী। ৮৬ বছরের এই পুজোয় পুরনো কলকাতার আহিরীটোলাকে তুলে ধরা হয়েছে। এই ভাবনা চিন্তার পিছনে মূল কারিগর শিল্পী অনির্বাণ দাস। শিল্পীর কথায়, 'কলকাতার এই জায়গাকে কেন্দ্র করে মানুষের জীবন আবর্তিত হচ্ছে। আহিরীটোলাতেই রয়েছে নিমতলা ঘাট। কেউ মারা গেলে শেষকৃত্যের জন্যে নিয়ে আসা হয় আহিরীটোলার ঘাটেই, মায়েরও ভাসানও এখানে হয়। এই সব ভাবনা চিন্তা থেকেই এবারের থিম করা হয়েছে। রাখা রয়েছে পুরনো কলকাতার যাবতীয় ছাপ। যাত্রা পড়ার পোস্টার, নানা রকম ইনস্টলেশন'।  

My alt text
এক্সপ্রেস ফটো-শশী ঘোষ

 

আরও পড়ুন- আরজি করের পর জয়নগর! হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য, কল্যাণী এইমসে হবে ময়নাতদন্ত


নবীন পল্লী

উত্তর কলকাতার আবোল-তাবোল পাড়া সাড়া ফেলেছিল বাঙালির মনে। এবার সেই পাড়াতেই অবিচল থাকছে। তবে, সেই ২০২৪-এ তা বদলে হচ্ছে থিয়েটার পাড়া। বাঙালির পেশাদারী থিয়েটারের দীর্ঘ ঐতিহ্যই এবার পুজোর বিষয়ভাবনা হয়ে উঠে আসছে নবীন পল্লীতে।  বাঙালির সংস্কৃতির দিকচিহ্ন এই পেশাদার থিয়েটার। আর তার ধারক ছিল হাতিবাগান অঞ্চল। তবে, কালের নিয়মে প্রায় সবই গিয়েছে। শনি-রবিবারে সেই থিয়েটার দেখার দর্শকের ঢল আর নেই। পুরনো সেই দিনের কথা নিয়েই নবীন পল্লী এবার পুরো দমে মাঠে নেমেছে। 

টালা প্রত্যয়

এবছর টালা প্রত্যয়ের পুজোর থিম 'বিহীন'। শিল্পী সুশান্ত পালের হাত ধরে সেজে উঠেছে মণ্ডপ। এবার ৯৯তম বছরে পা রেখেছে টালা প্রত্যয়। উত্তর কলকাতার এই পুজো প্রতি বছরই নতুন নতুন থিম এনে চমক দেয়।  এই পুজোর প্রতিমা শিল্পী অধীর পাল। আলোক সজ্জায় সুমন মাইতি। প্যান্ডেলে ঢুকলে মনে হবে আলো-আঁধারি ঘোরে রয়েছে এই দুনিয়া। একটি বিরাট চক্রের মধ্যে এক ত্রিনয়নী নারীর মুখ।  


৬৬ পল্লী

দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজোগুলির মধ্যে বিখ্যাত ৬৬ পল্লীর  দুর্গাপুজো। থিমের দৌড়ে অনান্য পুজোকে টেক্কা দিতে থিম ভাবনা থেকে প্রতিমা সজ্জা সবেতেই রয়েছে বিরাট চমক। 'মশলার সাতকাহন' ফুটে উঠেছে মন্ডপ জুড়ে। প্রথা ভেঙে মহিলা পুরোহিত দিয়ে পুজো করিয়ে সমাজকে নারী শক্তির এক দুরন্ত বার্তা দিয়েছিল ৬৬ পল্লীর পুজো। এবার  দুর্গোৎসবে পুজোর ভাবনা 'স্বাদকাহন'। যার মধ্য দিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে নারীশক্তিকেই। এবছর ৭৪তম বর্ষে পা দিল দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এই পুজো। 

  

Durgapuja
Advertisment