মোবাইল ও ল্যান্ডলাইন টেলিফোনে কল রিংয়ের সময়সসীমা বেঁধে দিল ট্রাই বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। মোবাইলে কল রিংয়ের সময় ৩০ সেকেন্ড বেঁধে দিল ট্রাই। ল্যান্ডলাইন ফোনের ক্ষেত্রে তা ৬০ সেকেন্ড। অর্থাৎ, যে ব্যক্তিকে মোবাইলে কল করা হবে, তিনি তা না ধরলে অথবা প্রত্যাখ্যান না করলে ৩০ সেকেন্ড পর্যন্ত ফোন বাজবে।
ট্রাই বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, 'ফোন আসলে কেউ যদি তা না ধরেন বা প্রত্যাখ্যানও না করেন তবে মোবাইলের ক্ষেত্রে তা ৩০ সেকেন্ড পর্যন্ত বাজবে। টেলিফোনের ক্ষেত্রে তা হবে এক মিনিট।' আগে কল রিংয়ের ক্ষেত্রে এই ধরণের কোনও নির্দিষ্ট সময়সীমা ছিল না। বেসিক টেলিফোন পরিষেবা ও সেলুলার মোবাইল টেলিফোন পরিষেবায় পরিষেবা মানের শর্তাবলিতে সংশোধনী এনে এই নিয়ম জারি করা হয়েছে।
আরও পড়ুন: পেগাসাস হানা: সেপ্টেম্বরে কেন্দ্রকে ১২১ জন আক্রান্তের কথা বলেছিল হোয়াটসঅ্যাপ
এতদিন এই ধরণের বিষয়টি চালু থাকার জন্য পুরনো অপরেটরদের দায়ী করেছে রিলায়েন্স জিও। ফোনের তারের নম্বরকে মোবাইল নম্বর দেখিয়ে ভারতী এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া বেআইনীভাবে সমৃদ্ধ হয়েছে বলে মনে করে মুকেশ আম্বানির সংস্থা। পুরনো সংস্থাগুলির থেকে বিশাল অঙ্কের জরিমানা নেওয়া উচিত বলে জানিয়েছে রিলায়েন্স জিও।
সরব হয়েছে ভারতী এয়ারটেল। তাদের দাবি নিয়ন্ত্রক সংস্থাকে বিভ্রান্ত করে কল সংযোগ চার্জ নিয়ে কথা বলতে তৎপর জিও। টেলিকম অপারেটররা সম্প্রতি তাদের নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী ইনকামিং কলের রিং টাইম কমিয়ে দিয়েছিল, যাতে মিসড কল দেখে তাদের নেটওয়ার্কে ফিরতি কল হয়।
Read the full story in English