/indian-express-bangla/media/media_files/2025/01/22/z57DpuL2bEv8kfpehOkN.jpg)
আগুন আতঙ্কে লাইনে ঝাঁপ ! এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু ৮ যাত্রীর Photograph: (ফাইল ছবি)
Paranda Station Accident:বেজে উঠল ফায়ার অ্যালার্ম! চলন্ত ট্রেন থেকে লাইনে ঝাঁপ যাত্রীদের। পিষে দিল উল্টো দিক থেকে দুরন্ত গতিতে আসা এক্সপ্রেস ট্রেন। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০-১২ জন যাত্রী।
মহারাষ্ট্রের জলগাঁওয়ে বিরাট দুর্ঘটনা। পারান্দা স্টেশনে পুষ্পক এক্সপ্রেস আগুন লাগার গুজব ছড়িয়ে পড়তেই আতঙ্কে ঝাঁপ দেন যাত্রীরা। মুহূর্তেই উলটো দিক থেকে দুরন্ত গতিতে আসা কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১০ যাত্রীর। আহত হয়েছেন আরও অনেকে।
Maharashtra | Passengers of Pushpak Express were hit by Karnataka Express train in Jalgaon District. The passengers were outside their coaches suspecting some fire in the train. Railway officials and other staff have reached the spot. More details awaited. pic.twitter.com/SOUfu9lO7y
— ANI (@ANI) January 22, 2025
তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী পুষ্পক এক্সপ্রেস থেকে লাইনে ঝাঁপ দেন। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুষ্পক এক্সপ্রেস লখনউ থেকে মুম্বই যাচ্ছিল, হঠাৎ আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ে। যার জেরেই এই দুর্ঘটনা এমনটাই জানিয়েছেন সেন্ট্রাল রেলওয়ের সিপিআরও ডঃ সোয়ানিল।
সইফের উপর হামলার আগে মান্নাতে প্রবেশের চেষ্টা ! পুলিশি জেরায় চাঞ্চল্যকর দাবি বাংলাদেশির
পুষ্পক এক্সপ্রেস লখনউ থেকে মুম্বই যাচ্ছিল। যাত্রীদের দাবি চাকা থেকে ধোঁয়া বের হতে দেখেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত যাত্রীরা চলন্ত ট্রেন থেকে লাইনে ঝাঁপ দেন। রেল কর্মকর্তাদের মতে, ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে লাইনটি বাঁকা থাকার কারণে লাইনের উপর বসে থাকা যাত্রীরা মুম্বই থেকে দিল্লিগামী কর্ণাটক এক্সপ্রেসটিকে দেখতেই পাননি। তীব্র গতিতে আসা কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় ৮ যাত্রীর মৃত্যু হয়েছে। মধ্য রেলওয়ের ইতিমধ্যেই ঘটনাটি নিশ্চিত করেছে। রেল দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।