ফের বেঁফাস মন্তব্য করে খবরের শিরোনাম হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। মহাভারতের সময় ইন্টারনেট তত্ত্ব, ডায়না হেডেন, সরকারী চাকরির পর এবার রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অপ্রত্যাশিত মন্তব্য করে বসলেন বিপ্লব কুমার দেব। তাঁর নতুন দাবী বিশ্বকবি নিজেই নোবেল পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন। ত্রিপুরার নব্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ‘‘ব্রিটিশ শাসনের অত্যাচারের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নোবেল পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন।’’ উদাইপুরে রবি ঠাকুরের জন্মবার্ষিকীতে একটি জনসভায় বিপ্লবের এই মন্তব্য ঘিরে ফের শোরগোল পড়েছে। ইতিমধ্যেই সোশ্যাল সাইটেও ছড়িয়ে পড়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই ভিডিওটি।
Rabindra Nath Tagore returned Nobel award in protest against British-tripura Cm biplab Deb @ETPolitics pic.twitter.com/PesR26tyXe
— Bikash Singh (@bikash_ET) May 10, 2018
প্রসঙ্গত, ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়ে ১৯১৯ সালে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন বিশ্বকবি।
আরও পড়ুন, মহাভারতের যুগেও ইন্টারনেট ও স্যাটেলাইট ছিল, দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের
তবে এই প্রথমবার নয়, এর আগেও বিপ্লবের বিভিন্ন দাবি ঘিরে সমালোচনা হয়েছে দেশজুড়ে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন, ‘‘আমেরিকা নয়, অন্য কোনও পশ্চিমি দেশও নয়, কয়েক লক্ষ বছর আগে এদেশেই মহাভারতের যুগে স্যাটেলাইট আবিষ্কার করা হয়েছিল।’’ এতেই শেষ নয়, এ প্রসঙ্গে যুক্তিও দিয়েছিলেন বিপ্লব। তিনি বলেন, যদি ইন্টারনেট নাই থাকতো তাহলে কীভাবে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা করলেন? তার মানে ইন্টারনেট ছিল, স্যাটেলাইট প্রযুক্তি ছিল সেসময় দেশে। প্রযুক্তিতে এগিয়ে থাকা এরকম দেশে জন্মাতে পারায় গর্বিত বলেও জানিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। নিচুমনের মানুষরাই তাঁর এই মন্তব্যের বিরোধিতা করবেন বলেও সোচ্চার হয়েছিলেন বিপ্লব।
আরও পড়ুন, ঐশ্বর্য রাই দেশের মুখ, কিন্তু ডায়না হেডেন কেন মিস ওয়ার্ল্ড? ফের বিতর্কে ত্রিপুরার মুখ্যমন্ত্রী
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় পক্ষপাতিত্ব করা হয় বলেও দাবি করেছিলেন বিপ্লব। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতাকে প্রহসন বলে মন্তব্য করেন বিপ্লব। শুধু তাই নয়, মিস ওয়ার্ল্ড ডায়না হেডেনকে কার্যত একহাত নিয়ে তাঁর বিশ্বসুন্দরী হওয়া নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়িয়েছিলেন এই বিজেপি নেতা।
আরও পড়ুন,চাকরি খোঁজার চেয়ে গরুর দুধ দোয়ান, বিপ্লবের নতুন বাণী
সরকারি চাকরির পিছনে না দৌড়ে বরং গরুর দুধ দোয়ানোই ভাল বলে মন্তব্য করেও বিতর্কের মুখে পড়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।