Advertisment

স্টিং ভিডিও প্রকাশ হতেই ইস্তফা দিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ঘুষ নিচ্ছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। স্থানীয় সংবাদ মাধ্যমে স্টিং অপরেশনে ওই ভিডিও প্রকাশ পায়। যা নিয়ে শুরু হয় বিতর্ক। শনিবার, ইস্তফা দেন উপাচার্য বিজয়কুমার লক্ষ্মীকান্তরাও ধারুকার। সূত্রের খবর, ধারুরকারকে উপাচার্য পদে বহাল রাখতে রাজি নয় সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
V L Dharurkar

বিজয়কুমার লক্ষ্মীকান্তরাও ধারুকার

ঘুষ নিচ্ছেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। স্থানীয় সংবাদ মাধ্যমে স্টিং অপরেশনে ওই ভিডিও প্রকাশ পায়। যা নিয়ে শুরু হয় বিতর্ক। শনিবার, ইস্তফা দেন উপাচার্য বিজয়কুমার লক্ষ্মীকান্তরাও ধারুকার। সূত্রের খবর, ধারুরকারকে উপাচার্য পদে বহাল রাখতে রাজি নয় সরকার। ইতিমধ্যেই তাঁর ইস্তফা পত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

Advertisment

প্রকাশিত ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, ঘুষ চেয়ে দর কষাকষি করছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যা অসৎ উদ্দেশ্যে সম্পাদিত করে প্রকাশ করা হয়েছে বলে দাবি বিজয়কুমার লক্ষ্মীকান্তরাও ধারুকারের। তাঁর অভিযোগ, এক শ্রেণির সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির ক্ষতি করতে উদ্যোগী।

আরও পড়ুন: চাঁদের মাটিতে খোঁজ মিলল বিক্রমের

অভিযোগ প্রসঙ্গে ধারুকার বলেন, 'বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস দেবরায় মিথ্যা নথি জমা দিয়ে ওই পদে বহাল হন। পরে কোর্টে তার হার হয়। তাকে ডেপুটি রেজিস্ট্রার পদে নামিয়ে দেওয়া হয়। সেই আক্রোশেই এই ষড়যন্ত্র করেছেন তিনি।' উপাচার্যের দাবি, 'ভিডিওটি লোকসভাভোটের মাস দুই আগেকার। যা দেখে মনে হচ্ছে আমি কলকাতার একজনের কাছ থেকে ৩০ লক্ষ টাকা ঘুষ নিচ্ছি।'

আরও পড়ুন: চন্দ্রযান’২ এর পর সৌরজগতের রহস্য উদঘাটনে ইসরোকে সাহায্য করবে নাসা

এপ্রসঙ্গে, এস দেবরায় বলেন, 'আমি ইতিমধ্যেই অবসর নিয়েছি চাকরি থেকে। বর্তমানে আমার একটি সংবাদপত্র রয়েছে, যার সঙ্গে এই ভিডিও যারা প্রকাশ করেছে তাদের কোনও যোগ নেই।'

তবে, এই প্রথম নয়। এর আগে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিজয়কুমার লক্ষ্মীকান্তরাও ধারুকারের বিরুদ্ধে অর্থনৈতিক অব্যবস্থাপনা ও অতিথি শিক্ষকদের নিয়োগ নিয়ে নানা অভিযোগ রয়েছে। সরকার তার রিপোর্টও চেয়ে পাঠায়।

national news
Advertisment