ভারত-চিন সীমান্ত বিবাদ মেটাতে মধ্য়স্থতার প্রস্তাব দিল আমেরিকা। পূর্ব লাদাখে সীমান্তে অচলাবস্থা কাটাতে আমেরিকা মধ্য়স্থতা করতে ইচ্ছুক বলে ভারত-চিন দু'দেশের কাছেই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য়, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকা নিয়ে নতুন করে ভারত-চিন সম্পর্কে চাপানউতোর পরিস্থিতি তৈরি হয়েছে।
ঠিক কী বার্তা দিয়েছেন ট্রাম্প?
টুইটারে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ''ভারত ও চিন দু'দেশকেই জানিয়েছি যে আমেরিকা প্রস্তুত, সীমান্তে বিবাদ নিয়ে মধ্য়স্থতা করতে আমরা ইচ্ছুক''। প্রসঙ্গত, এর আগে কাশ্মীর ইস্য়ুতে ভারত ও পাকিস্তানের মধ্য়ে মধ্য়স্থতা করার প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও সে সময় দ্বিপাক্ষিক ইস্য়ু বলে বারবার নিজের অবস্থান স্পষ্ট করেছিল নয়া দিল্লি।
আরও পড়ুন: ‘প্রতিবেশীদের জন্য় বিপজ্জনক ভারত’, নয়া দিল্লি-বেজিং উত্তাপের আবহে আক্রমণ ইমরানের
আরও পড়ুন: ‘ভারত-চিন সীমান্তে পরিস্থিতি এখন স্থিতিশীল’, বার্তা বেজিংয়ের
এদিকে, চিনের বিদেশমন্ত্রীর মুখপাত্রকে উদ্ধৃত করে সংবাদংস্থা পিটিআই জানিয়েছে, ''আমাদের ভূ-খণ্ডের সার্বভোমত্ব ও নিরাপত্তার রক্ষার্থে আমরা অঙ্গীকারবদ্ধ এবং সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে আমরা দায়বদ্ধ। এখন, ভারত-চিন সীমান্ত এলাকায় পরিস্থিতি মোটের উপর স্থিতিশীল ও নিয়ন্ত্রণাধীন। পারষ্পরিক আলোচনার মধ্য়ে আমরা এই সমস্য়া সমাধান করতে সক্ষম''।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন