Advertisment

Kash Patel Will beFBI New Director: FBI-ডিরেক্টরের দায়িত্ব সামলাবেন ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ, ট্রাম্পের ঘোষণায় মুখ উজ্জ্বল দেশের

Kash Patel Will beFBI New Director: আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ ওরফে কাশ প্যাটেলকে FBI-এর নতুন ডিরেক্টর হিসেবে মনোনীত করেছেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
donald trump kashyap

FBI-ডিরেক্টরের দায়িত্ব সামলাবেন ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ


Kash Patel Will beFBI New Director: আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ ওরফে কাশ প্যাটেলকে FBI-এর নতুন ডিরেক্টর হিসেবে মনোনীত করেছেন। ডোনাল্ড ট্রাম্প নিজে তাঁর  সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। কাশ্যপকে 'আমেরিকা ফার্স্ট' ফাইটার বলে উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, কাশ প্যাটেল তার কর্মজীবন কাটিয়েছেন দুর্নীতি , ন্যায়বিচার এবং আমেরিকান জনগণকে রক্ষা করার জন্য। পাশাপাশি ট্রাম্প তাকে দুর্দান্ত এবং প্রতিভাবান আইনজীবী, তদন্তকারী আধিকারিক। এক জন যোদ্ধা বলেও উল্লেখ করেছেন। 

Advertisment

শনিবার রাতে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, "আমি ঘোষণা করতে পেরে গর্বিত যে কাশ্যপ 'কাশ' প্যাটেল ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরবর্তী ডিরেক্টর হিসাবে কাজ করবেন।" তিনি আরও বলেছিলেন যে কাশ এফবিআই-এর সততা, সাহসিকতা পুনরুদ্ধার করতে আমাদের অ্যাটর্নি জেনারেল, পাম বন্ডির অধীনে কাজ করবেন। 

হিন্দুদের উপর লাগাতার আক্রমণ, ভারতের তিরস্কারে ক্ষুব্ধ বাংলাদেশের মন্ত্রী

ডোনাল্ড ট্রাম্প বর্তমান এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে-র কাজে খুশি নন। ট্রাম্প নিজেই তাকে ২০১৭ সালে এফবিআই-এর পরিচালক নিযুক্ত করেছিলেন। তবে গোপন নথি সংক্রান্ত তদন্তে ট্রাম্পের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে তিনি ক্ষুব্ধ। তার অপসারণ নিয়ে দিন কয়েক ধরেই চলছিল জল্পনা। ট্রাম্পের ঘোষণার পর কাশ প্যাটেল এফবিআইতে পরিবর্তন আনার কথা বলেছেন। যার মধ্যে এফবিআই গোয়েন্দা তথ্য সংগ্রহের উপায়ে পরিবর্তন এবং সদর দফতর পুনর্গঠন তার অগ্রাধিকার। তিনি এফবিআই এবং বিচার বিভাগের ঘনিষ্ঠ সহযোগীদের শীর্ষে রাখতে চলেছেন।

বাস থামিয়ে চলল হুমকি, ভারত-বিরোধী স্লোগান, চূড়ান্ত আতঙ্কে যাত্রীরা

কাশ প্যাটেল ক্রিস্টোফার ওয়ের স্থলাভিষিক্ত হতে চলেছেন। এফবিআই সেই সংস্থা যাকে ট্রাম্প দুর্নীতিবাজ বলে উপহাস করতেন। কাশ প্যাটেল এই তদন্তকারী সংস্থায় বড় ধরনের সংস্কার করবেন বলে আশা করছেন ট্রাম্প। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় এফবিআইতে ব্যাপক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এফবিআই-এর সদর দপ্তর ওয়াশিংটনে এবং সারা দেশে ৫৬ টি ফিল্ড অফিস রয়েছে। শনিবার ট্রাম্প বলেন, অভিবাসী অপরাধী চক্র নির্মূল করার পাশাপাশি সীমান্তের ওপার থেকে মানব ও মাদক পাচারের অশুভ হুমকি বন্ধ করবে। 

Donald Trump FBI
Advertisment