Advertisment

Trump’s immigration crackdown: অ্যাকশনে ট্রাম্প! সীমান্তে জরুরি অবস্থা জারির সম্ভাবনা, অনুপ্রবেশকারীদের হটাতে আসরে মার্কিন সেনা

Trump’s immigration crackdown: অবৈধ ভাবে সেদেশে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে সোমবার বড় সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

author-image
IE Bangla Web Desk
New Update
Trump confirms plan to declare national emergency

কী পরিকল্পনা ট্রাম্পের ?

Trump’s immigration crackdown: আমেরিকায় জারি হতে চলেছে জাতীয় জরুরি অবস্থা!  লাখ লাখ মানুষকে দেশের বাইরে পাঠানোর বিরাট পরিকল্পনা। এরজন্য ব্যবহার করা হবে মার্কিন সেনাবাহিনীকে। সোশ্যাল মিডিয়া পোস্টে অন্তত তেমনটাই ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

Advertisment

ট্রাম্পের পরিকল্পনা কী? 

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন প্রশাসন দেশের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছেন। এরজন্য মার্কিন সেনাকেও আসরে নামানো হবে। অভিবাসন ইস্যুতে আমেরিকায় জাতীয় জরুরি অবস্থা জারি করা হবে বলেও আভাস দিয়েছেন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের আমেরিকায় প্রবেশ ঠেকানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ট্রাম্প প্রশাসনের কাছে।

ডিয়ার লটারি কেলেঙ্কারিতে বাংলায় টাকার 'পাহাড়', ৩ দিনে তল্লাশিতে কত উদ্ধার জানেন?

অবৈধ ভাবে সেদেশে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে সোমবার বড় সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, তার প্রশাসন দেশে অবৈধভাবে বসবাসকারীদের দেশ থেকে হটাতে মার্কিন সেনা বাহিনীকে কাজে লাগাবে। একই সঙ্গে এ বিষয়ে আমেরিকায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হবে।
ডোনাল্ড ট্রাম্প এক্স-এ টম ফিটন নামে এক ব্যক্তির পোস্ট পুনরায় শেয়ার করে এই বিষয়টি নিশ্চিত করেছেন। 

কী বলেছেন সীমান্তরক্ষী প্রধান?

ট্রাম্পের বর্ডার সিকিউরিটি চিফ টম হোম্যান সতর্ক করে বলেছেন, অবৈধ ভাবে প্রবেশ করা অভিবাসীরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে পারেন।  যদি তারা তাদের মামলা হেরে যান তবে তাদের দেশে ফিরিয়ে দেওয়া হবে। হোমান আরও স্পষ্ট করেছেন যে নতুন নীতির অধীনে "আইনিভাবে অভিবাসীরা সম্পূর্ণ সুরক্ষিত"। 

আমেরিকায় প্রতি চারজনের মধ্যে একজন অভিবাসী অবৈধ ভাবে সেদেশে রয়ে গিয়েছেন

প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প সোমবার নিশ্চিত করেছেন যে তিনি সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার এবং অবৈধ অভিবাসীদের ব্যাপকভাবে নির্বাসনে মার্কিন সেনাবাহিনী ব্যবহার করার পরিকল্পনা করছেন। অবৈধ অভিবাসীদের আমেরিকায় প্রবেশ করা বন্ধ করা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

মাত্র ৩০ মিনিটে দিল্লি থেকে আমেরিকা..! স্বপ্ন নয়, বাস্তবে পরিণত করার ভাবনা মাস্কের

পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় প্রতি চার জনের মধ্যে এক জন অভিবাসী অবৈধভাবে সেদেশে বসবাস করছেন। ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি থেকে পাওয়া তথ্য দেখায় যে ২০২০ সাল থেকে দেশে অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়েছে রেকর্ড হারে। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ কোটি ১০ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছেন। 

Donald Trump
Advertisment