Advertisment

West Bengal News: বাঁকুড়ার হাসপাতালে অমানবিক ছবি, শৌচাগার থেকে ভ্রুণ থেকে তুলে নিয়ে গেল কুকুর

West Bengal News Updates Today 19 Nov, 2024: বাঁকুড়ার সোনামুখী গ্রামীণ হাসপাতালে অমানবিক ছবি। ৬ মাসের অপরিণত ভ্রূণ হাসপাতালের শৌচাগার থেকে তুলে নিয়ে গেল কুকুর।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West Bengal Live: বাঁকুড়ার হাসপাতালের শৌচাগার থেকে ভ্রুণ তুলে নিয়ে গেল কুকুর

News in West Bengal Live: রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট।

Latest West Bengal News Updates: মঙ্গলবার দিনভর কোথায় কী হচ্ছে সব খবরের টাটকা আপডেট পড়ুন লাইভ নিউজে এক ক্লিকে। তরুণের দেহ উদ্ধারের ঘটনায় অগ্নিগর্ভ শাসন। পিটিয়ে খুনের অভিযোগ। পুলিশের ক্যাম্প ভাঙচুর। পুলিশ লাঠিচার্জ করতেই বোমাবাজি। আইসি-কে ধাক্কা দিয়ে ফেলা হল রাস্তায়। গ্রেফতার ১০।

Advertisment

কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার নেপথ্যে বিহারের পাপ্পু গ্যাং! ৫০ লক্ষ টাকার সুপারি, জেরায় স্বীকার ধৃত গুলজারের। ইকবাল কে? গোডাউন বিবাদ নাকি অন্য কিছু? এখনও ধোঁয়াশায় পুলিশ।

আরও পড়ুন 'উপমুখ্যমন্ত্রী করা হোক অভিষেককে', ফের ব্যাট ধরলেন তৃণমূল বিধায়ক

আরজি কর কাণ্ডে (RG Kar Case) মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে তোলার সময় পুলিশের অতি সক্রিয়তা জোর চর্চায়। সোমবার দুপুরে শিয়ালদহ আদালতে তোলা হয় সঞ্জয় রায়কে। ঠিক সেই সময়ে বেশ কয়েকজন পুলিশকর্মীকে গাড়িতে চড় মেরে প্রবল আওয়াজ করতে দেখা যায়। শুধু তাই নয়, সঞ্জয়ের গলার আওয়াজ যাতে সাংবাদিকদের কান পর্যন্ত না পৌঁছোয় সেই লক্ষ্যে জোরে জোরে বাজানো হয় গাড়ির হর্ন।

  • Nov 19, 2024 18:53 IST
    West bengal News Live: মন্দারমণি নিয়ে বিশাল পদক্ষেপ মমতার!

    মন্দারমণির ১৪০টি হোটেল ভেঙে ফেলার নির্দেশ ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। তবে মন্দারমণিতে শতাধিক হোটেল ভেঙে ফেলা হলে রাজ্যের পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতি হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু মানুষের রুজিরুটি অনিশ্চিত হয়ে পড়বে। এই পরিস্থিতিতে মন্দারমণিতে ১৪০টি হোটেল ভাঙা নিয়ে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, রাজ্যের সঙ্গে আলোচনা না করে একটি হোটেলও ভাঙা যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনই খবর সূত্রের।

    বিস্তারিত পড়ুন- Mamata Banerjee: বিরাট রাফ & টাফ মমতা! মন্দারমণির শতাধিক হোটেল ভাঙা নিয়ে বিশাল পদক্ষেপ মুখ্যমন্ত্রীর



  • Nov 19, 2024 17:22 IST
    West Bengal News Live: বিনা কারণে চেন টানলেই কড়া 'শাস্তি'

    পূর্ব রেলওয়ে ১ থেকে ১৫ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে বিনা কারণে চেইন টানার অপরাধে ১৬৪ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে হাওড়া ডিভিশনে ৫৩ জন, শিয়ালদহ ডিভিশনে ৯ জন, মালদা ডিভিশনে ৪৭ জন এবং আসানসোল ডিভিশনে ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।



  • Nov 19, 2024 16:50 IST
    West Bengal News Live: 'সোমনাথকে খুনের চক্রান্ত অর্জুনের', অভিযোগ পার্থর

    জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের চক্রান্ত করছেন অর্জুন সিং (Arjun Singh), চাঞ্চল্যকর এই অভিযোগ এনে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmick)। শুধু তাই নয়, সোমনাথ শ্যামের নিরাপত্তা বাড়ানোর দাবি করে ইতিমধ্যেই ব্যারাকপুরের পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকেও করেছেন পার্থ ভৌমিক। এদিকে পার্থ ভৌমিকের এমন মারাত্মক অভিযোগের জবাবও দিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং।

    বিস্তারিত পড়ুন- Partha Bhowmick: 'সোমনাথ শ্যামকে খুনের চক্রান্ত অর্জুন সিংয়ের, বিহারের গ্রুপ ভাড়া', বিস্ফোরক পার্থ ভৌমিক

     



  • Nov 19, 2024 16:20 IST
    West Bengal News Live: বাঁকুড়ার হাসপাতালে অমানবিক ছবি, শৌচাগার থেকে ভ্রুণ থেকে তুলে নিয়ে গেল কুকুর

    বাঁকুড়ার সোনামুখী গ্রামীণ হাসপাতালে অমানবিক ছবি। ৬ মাসের অপরিণত ভ্রূণ হাসপাতালের শৌচাগার থেকে তুলে নিয়ে গেল কুকুর। রোগিণীর পরিবারের দাবি, গতকাল পেটে ব্যথা হওয়ায় ৬ মাসের অন্তঃসত্ত্বাকে হাসপাতালে আনা হয়। শৌচাগারেই অপরিণত ভ্রূণ প্রসব করেন মহিলা। অভিযোগ, ডাকাডাকি করেও কারও সাহায্য মেলেনি। এরপর মহিলাকে নিয়ে যাওয়া হয় প্রসূতি বিভাগে। অভিযোগ, তখন শৌচাগার থেকে ভ্রূণ তুলে নিয়ে যায় কুকুর।



  • Nov 19, 2024 16:00 IST
    West Bengal News Live: ইন্দিরা গান্ধী-গণিখান চৌধুরীর নামে মেট্রো স্টেশন?

    কলকাতা মেট্রোর (Kolkata Metro) কোনও স্টেশনের নামকরণ হোক প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi) এবং প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী বরকত গণিখান চৌধুরীকে (Ghani Khan Choudhury) শ্রদ্ধা জানিয়ে। দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর এই দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কাছে আবেদন জানিয়েছেন তিনি। 

    বিস্তারিত পড়ুন- Indira Gandhi 107th Birth Anniversary: ইন্দিরা গান্ধী, গণিখান চৌধুীর নামে মেট্রো স্টেশন হোক কলকাতায়, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির



  • Nov 19, 2024 14:52 IST
    West Bengal News Live: হেলমেটহীন তিন তরুণকে রাস্তায় কান ধরে ওঠবোস করালেন মন্ত্রী স্বপন দেবনাথ

    বিনা হেলমেটে বাইক চালানো তিন তরুণকে ধরে পুলিশে সামনে কান ধরে ওঠবোস করিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ কার্যত যেন পুলিশকেই খোঁচা দিয়ে বসলেন। আর মন্ত্রীর এই আচরণ প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। চুপ নেই বিরোধীরা। দেশে আইন ও বিচার ব্যবস্থা থাকতে একজন মন্ত্রী কী করে বিনা হেলমেটে বাইক চালানো তরুণদের শাস্তিদাতা বনে গেলেন, সেই প্রশ্ন তুলে বিরোধীরা সরব হয়েছে।



  • Nov 19, 2024 14:35 IST
    ঠাকুমা ইন্দিরার জন্মবার্ষিকীতে নাতি রাহুল আবেগঘন বার্তা, প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা মোদীর

    দেশ জুড়ে পালিত হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৭ তম জন্মবার্ষিকী। দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন রাহুল গান্ধী থেকে প্রধানমন্ত্রী মোদী।



  • Nov 19, 2024 13:47 IST
    West Bengal News Live: উত্তরবঙ্গ মেডিক্যালের ৭ পড়ুয়ার সাসপেনশনে স্থগিতাদেশ হাইকোর্টের

    হুমকি সংস্কৃতির অভিযোগে আরজি কর কাণ্ডের আবহে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ৭ জন পড়ুয়া এবং জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছিল। এ বার সেই সিদ্ধান্তেই মঙ্গলবার স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালত জানিয়েছে, এই সিদ্ধান্ত কার্যকরী নয়। পড়ুয়ারা পরীক্ষাতেও বসতে পারবেন। বুধবার থেকেই ক্লাস করতে পারবেন তাঁরা।



  • Nov 19, 2024 12:36 IST
    West Bengal News Live: আগেও ২ বার খুনের চেষ্টা সুশান্তকে

    পরিকল্পনা করেই খুনের চেষ্টা করা হয়েছিল তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। এর আগেও দু-দুবার খুনের চেষ্টা হয়েছিল ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। তৃতীয় বার খুনের চেষ্টায় ৫০ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়। ভিনরাজ্য থেকে আসে শার্প শুটার এবং আগ্নেয়াস্ত্র। বিস্তারিত পড়ুন 



  • Nov 19, 2024 12:02 IST
    West Bengal News Live: বেলডাঙায় হিংসা নিয়ে কেন্দ্রের দ্বারস্থ সুকান্ত মজুমদার

    মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তি প্রসঙ্গে দেশের স্বরাষ্ট্র দফরের সঙ্গে কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে যাতে দ্রুত শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয় সেই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরে আবেদন জানান তিনি। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরকে জানানো হয়েছে, যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে উপদ্রুত কোনও অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাজ্যের তরফে সুপারিশ ছাড়া সম্ভব নয়, পাশাপাশি আগামীকাল অর্থাৎ বুধবার ওই এলাকায় তিনি যাবেন বলে জানিয়েছেন ।।



  • Nov 19, 2024 10:15 IST
    West Bengal News Live: লটারি কেলেঙ্কারিতে বাংলায় টাকার 'পাহাড়' উদ্ধার

    লটারি কেলেঙ্কারির তদন্তে বাংলা সহ ৬ রাজ্যে ইডির হানায় উদ্ধার টাকার পাহাড়। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মেঘালয় ও পাঞ্জাবে হানা দিয়ে বিপুল টাকা উদ্ধার। সূত্রের খবর, কলকাতায় ৩ দিনের তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় ৩ কোটি টাকা।



  • Nov 19, 2024 09:10 IST
    West Bengal News Live: উত্তুরে হাওয়ায় আরও পারদ পতন কলকাতায়

    উত্তুরে হাওয়ার দাপট শুরু হয়ে গিয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রিস সেলসিয়াস। রাজ্যজুড়ে শীতের আমেজ। এই শীতের আমেজ গোটা সপ্তাহভর থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।



  • Nov 19, 2024 09:08 IST
    West Bengal News Live: দুই বাসযাত্রীর গন্ডগোল, শিয়ালদহ ট্রাফিক গার্ডের কিয়স্কে ভাঙচুর

    বাসে দুই যাত্রীর মধ্যে গন্ডগোল। যার জেরে পুলিশের সামনেই শিয়ালদহ ট্রাফিক গার্ডের কিয়স্কে চলল ব্যাপক ভাঙচুর। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ। চলন্ত বাসে মহিলা সহযাত্রীর সঙ্গে অভব্যতার অভিযোগ ওঠে এক সহযাত্রীর বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করে শিয়ালদহ ট্রাফিক গার্ডের কিয়স্কে বসানো হয়। অভিযোগ, খবর পেয়ে সেখানে হাজির হন অভিযুক্তর পরিচিতরা। তাঁদের মধ্যে একজন বাঁশ নিয়ে পুলিশ কিয়স্কে হামলা চালায়। পুলিশের সামনেই কিয়স্ক ভাঙচুর করা হয়।



  • Nov 19, 2024 08:18 IST
    West Bengal News Live: পুলিশের সমালোচনায় ফিরহাদের পর সৌগত রায়

    কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে মারার চেষ্টার ঘটনায় মেয়র ফিরহাদ হাকিমের পর এবার সাংসদ সৌগত রায়ের নিশানায় পুলিশ। পুলিশের ঢিলেঢালা মনোভাবের তীব্র সমালোচনা করেছেন বর্ষীয়ান সাংসদ। একই সরকার ক্ষমতায় আছে বলে পুলিশ গয়ংগচ্ছ মনোভাব দেখাচ্ছে, এমনই কটাক্ষ সৌগতর।



  • Nov 19, 2024 08:16 IST
    West Bengal News Live: তরুণের দেহ উদ্ধারের ঘটনায় রণক্ষেত্র শাসন, পুলিশ ক্যাম্প ভাঙচুর

    তরুণের দেহ উদ্ধারের ঘটনায় রণক্ষেত্র শাসন। তরুণকে পিটিয়ে খুনের অভিযোগ। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, ধস্তাধস্তি, লাঠিচার্জ। আইসি-কে রাস্তায় ফেলে মারার অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে বোমা, ক্যাম্প ভাঙচুর। পাল্টা লাঠিচার্জ পুলিশের। গ্রেফতার ৮। মঙ্গলবার সকালেও থমথমে শাসন।



West Bengal bjp tmc Mamata Banerjee West Bengal Police West Bengal News
Advertisment