Advertisment

তুতিকোরিনে মৃত বেড়ে ১১, স্টারলাইটের নয়া নির্মাণে স্থগিতাদেশ

তামিলনাড়ুর তুতিকোরিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এগারোতে। স্টারলাইট ইন্ডাস্ট্রিজের নতুন নির্মাণে স্থগিতাদেশ দিয়ে দিল হাইকোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
tuticorin

তামিলনাড়ুর তুতিকোরিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এগারোতে। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

তামিলনাড়ুর তুতিকোরিনে পুলিশের গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এগারোতে। পুলিশ-জনতা সংঘর্ষে মারাত্মক ভাবে জখম হয়েছেন আরও ৯ জন।

Advertisment

এদিকে স্টারলাইট ইন্ডাস্ট্রিজের সম্প্রসারণে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। সম্প্রসারণের আগে জনমত নেওয়ার ব্যাপারে জোর দিয়েছে আদালত।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় প্ল্যান্ট বসানোর পরে পরিবেশ দূষণ হচ্ছে, যার জেরে অসুস্থ হয়ে পড়ছেন ওই এলাকার মানুষজন। যদিও বেদান্ত লিমিটেডের কপার ইউনিট স্টারলাইট কপার সংস্থার দাবি, সমস্ত নিয়মকানুন মেনেই তারা ওই এলাকায় এই ইউনিট বসিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতিপত্রও তাদের কাছে রয়েছে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।

গতকাল স্টারলাইট গোষ্ঠীর ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট বন্ধ করার দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। বিক্ষোভে জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিস গুলি চালায়। গোটা ঘটনার নিন্দায় মুখর হয় সব মহল। ডিএমকে কার্যকরী সভাপতি তথা তামিলনাড়ুর বিরোধী নেতা এম কে স্ট্যালিন এই ঘটনার নিন্দা করেছেন। তুতিকোরিনের ঘটনায় নিন্দা জানিয়েছেন তারকারাও। নিন্দায় সরব হয়েছেন অভিনেতা সিদ্ধার্থ, অরবিন্দ স্বামী। ট্যুইটারে স্টারলাইট নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে নিশানা করেছেন সুব্রহ্মণ্যম স্বামী।

আরও পড়ুন, টুকলি ঠেকাতে এবার কলেজের শৌচাগারেও সিসিটিভি!

তুতিকোরিনের ঘটনা নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

মঙ্গলবারের ঘটনা নিয়ে তামিলনাড়ু সরকারের থেকে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

national news tuticorin
Advertisment