/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/shashi-tharoor-tweet_759.jpg)
এ ছবিই ট্যুইট করেছেন শশী থারুর। ছবি- ট্যুইটার
১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে বিশাল মাপের বরফের চাঁইয়ের ধাক্কায় ডুবে গিয়েছিল টাইটানিক। কাট টু ২০১৮, এখন যদি টাইটানিক ডুবত, তবে কী হত? আটলান্টিক মহাসাগরে এই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হিসেবে অনেকই সেলফি তুলতেন, কিংবা টাইটানিকের মতো বিশালাকার জাহাজ ডুবছে, সেই ছবি নিজেদের স্মার্টফোনে তুলতেন না, এমন কাউকে খুঁজে পাওয়া বোধহয় সত্যিই দুষ্কর হত। জেন ওয়াইয়ের কথায় কথায় ছবি তোলার বাতিক নিয়েই মজার ছলে ট্যুইট করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
— Shashi Tharoor (@ShashiTharoor) June 3, 2018
এই প্রজন্মের স্মার্টফোন ম্যানিয়া বোঝাতে ডুবন্ত টাইটানিকের ছবি ট্যুইট করলেন কংগ্রেস নেতা। তফাৎ একটাই, ১৯১২ সালে যখন টাইটানিক ঢুবছিল, সেসময় প্রাণ বাঁচানোর আর্তিতে যাত্রীদের একূল-অকূল অবস্থা হয়েছিল। আর এখন সেই জাহাজ ডুবলে, ভয়কে জয় করে (পড়ুন প্রাণের তোয়াক্কা না করে) যাত্রীরা সেই মুহূর্তের ছবি নিজেদের ফোনে ক্যামেরাবন্দি করতেন। ফোন নিয়ে জেন ওয়াইয়ের এই অবসেশন তুলে ধরতেই এমন ট্যুইট করেছেন শশী থারুর। যে ট্যুইট ইতিমধ্যেই অনেক নেটিজেনেরই নজর কেড়েছে।