জুতোর মালা পরিয়ে গাধার পিঠে চাপিয়ে ঘোরানো হল বসপা নেতাকে!

রাজস্থানে ভোটে দুর্নীতির অভিযোগেই ওই দুই নেতাকে এমন নিগ্রহ করা হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। যদিও এ ঘটনার জন্য কংগ্রেসের ঘাড়েই দোষ চাপিয়েছেন বসপা সুপ্রিমো মায়াবতী।

রাজস্থানে ভোটে দুর্নীতির অভিযোগেই ওই দুই নেতাকে এমন নিগ্রহ করা হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। যদিও এ ঘটনার জন্য কংগ্রেসের ঘাড়েই দোষ চাপিয়েছেন বসপা সুপ্রিমো মায়াবতী।

author-image
IE Bangla Web Desk
New Update
bsp leaders face blackened, বসপা নেতাকে হেনস্থা, বসপা নেতাকে নিগ্রহ, bsp leaders paraded on donkey, গাধার পিঠে চড়িয়ে ঘোরানো হল বসপা নেতাকে, বসপা, রাজস্থান, bsp rajasthan, mayawati, মায়াবতী, bsp rajasthan government

রাজস্থানে দুই বসপা নেতাকে নিগ্রহের অভিযোগ। ছবি: টুইটার।

দলেরই দুই নেতাকে জুতোর মালা পরিয়ে গাধার পিঠে চড়িয়ে ঘোরালেন বিএসপি কর্মীরা। এমন কাণ্ডই ঘটেছে রাজস্থানের বানিপার্কে। রাজস্থানে ভোটে দুর্নীতির অভিযোগেই ওই দুই নেতাকে নিগ্রহ করা হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। যদিও এ ঘটনার জন্য কংগ্রেসের ঘাড়েই দোষ চাপিয়েছেন বসপা সুপ্রিমো মায়াবতী।

Advertisment

Advertisment

রামজি গৌতম ও সীতারাম নামে দলের দুই শীর্ষ স্থানীয় নেতাকে নিগ্রহের অভিযোগ উঠেছে বসপা কর্মীদের বিরুদ্ধে। এই দুই নেতার মুখে কালি লেপে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। রামজি গৌতমকে গাধার পিঠে চড়িয়ে দলীয় কার্যালয়ের সামনে ঘোরানো হয়। কিন্তু কেন এমন নিগ্রহ করা হল? বসপা কর্মীদের অভিযোগ, রাজস্থান নির্বাচনে প্রার্থী নির্বাচনে দুর্নীতি করেছেন ওই দুই নেতা।

আরও পড়ুন: মোদী কী রসিকতা করেছেন? বৈঠক শেষে জানালেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

অন্যদিকে, এ ঘটনায় কংগ্রেসকেই দুষেছেন বসপা সুপ্রিমো। তাঁর অভিযোগ, কংগ্রেসই প্রথম ঘোড়া কেনাবেচায় মদত দিয়েছে, এখন রাজ্যে বসপা নেতাদের উপর পরিকল্পিত আক্রমণ চালাচ্ছে। উল্লেখ্য, সেপ্টেম্বরে কংগ্রেসে যোগ দিয়েছেন ৬ জন বসপা বিধায়ক। গত বিধানসভা নির্বাচনে ২০০ আসনের বিধানসভায় কংগ্রেসের দখলে আসে ১০০টি আসন।

Read the full story in English

national news