জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হামলা, নিহত ২ জওয়ান

জখম জওয়ানদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ২ জনের মৃত্য়ু হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে সিআরপিএফ।

জখম জওয়ানদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ২ জনের মৃত্য়ু হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে সিআরপিএফ।

author-image
IE Bangla Web Desk
New Update
kashmir terror attack, কাশ্মীরে জঙ্গি হামলা

ফাইল ছবি।

জঙ্গি হামলার ঘটনায় আবারও রক্তাক্ত হল উপত্য়কা। সোমবার দক্ষিণ কাশ্মীরের পাম্পোরে জঙ্গিদের গুলিতে ২ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন। এ হামলায় জখম হয়েছেন আরও ৩ জন। জানা যাচ্ছে, কান্দিঝিল ব্রিজের কাছে টহলদারি বাহিনীকে লক্ষ্য় করে গুলি ছোড়ে জঙ্গিরা।

Advertisment

জখম জওয়ানদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ২ জনের মৃত্য়ু হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে সিআরপিএফ। হামলার পরই বন্ধ করা হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক।

আরও পড়ুন: যোগী সরকারকে বদনামে আন্তর্জাতিকস্তরের ষড়যন্ত্র, দাবি হাথরাস পুলিশের

Advertisment

সিআরপিএফের তরফে জানানো হয়েছে, ''জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে সিআরপিএফের ১১০ ব্য়াটলিয়ন টহল দিচ্ছিল। দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ বাহিনীকে লক্ষ্য় করে গুলি চালায় জঙ্গীরা। এ ঘটনায় ৫ জন সিআরপিএফ জওয়ান জখম হন। তাঁদের জেলা হাসপাতালে পাঠানো হয়''।

ইতিমধ্য়েই জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে গোটা এলাকায়। এর আগে, গত কয়েক সপ্তাহেও জঙ্গিদের হামলার ঘটনা সামনে এসেছে উপত্য়কায়।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news